Entertainment News

ঘুমন্ত তৈমুরকে নিয়ে দেশ ছাড়লেন সইফ-করিনা?

ঘুমন্ত তৈমুরকে নিয়ে নাকি দেশ ছাড়লেন সইফ-করিনা। কিন্তু কোথায় গেলেন তাঁরা?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৭ ১৪:২৭
Share:

সইফের কোলে ঘুমন্ত তৈমুর। এটি কয়েক দিন আগের ছবি।— ইনস্টাগ্রামের সৌজন্যে।

ন্যানির কোলে ঘুমন্ত তৈমুর আলি খান। তার পিছনে করিনা ও সইফ। ঠিক এমন ছবিই ক্রিসমাসের রাতে ফ্রেমবন্দি করেছেন পাপারাত্‌জিরা।

Advertisement

ঘুমন্ত তৈমুরকে নিয়ে নাকি দেশ ছাড়লেন সইফ-করিনা। কিন্তু কোথায় গেলেন তাঁরা?

শোনা যাচ্ছে, তৈমুরকে নিয়ে ছুটি কাটাতে ইউরোপ উড়ে গেলেন খান দম্পতি। সেখানেই নাকি নতুন বছরের শুরুটা করতে চান তাঁরা।

Advertisement

আরও পড়ুন, আপনার বিচারে ২০১৭-র সেরা বলিউড অভিনেত্রী কে?

দিন কয়েক আগেই পটৌডী হাউজে তৈমুরের প্রথম জন্মদিন সেলিব্রেট করা হয়েছে। তারপর ছিল ক্রিসমাস সেলিব্রেশন। কিন্তু ২৫ ডিসেম্বর রাতেই নাকি ছুটি কাটাতে ইউরোপ গেলেন সইফকরিনা। এর আগে বাবামায়ের সঙ্গে সুইজারল্যান্ড গিয়েছিল ছোটে নবাব। সেই অর্থে এটি তাঁর দ্বিতীয় বিদেশ যাত্রা।

আরও পড়ুন, তৈমুরের জন্মদিনে কেন গেলেন না রণবীর?

শোনা যাচ্ছে নতুন বছরের শুরুতে ছুটি কাটিয়ে দেশে ফিরবেন সইফকরিনা। সব কিছু ঠিক থাকলে আগামী ১২ জানুয়ারি মুক্তি পাবে সইফের আগামী ছবি ‘কালাকান্ডি’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement