কালো ল্যাঙটে সলমন, ছবি ভাইরাল

এই কথাই এখন বলছে গোটা বলিউড। কিন্তু কী দেখে সবার মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে আসছে? কোন ছবিতে মজেছে গোটা বি-টাউন। সলমন খানের ‘কালো ল্যাঙট’ পরা ছবি এখন সোশাল মিডিয়াতে ভাইরাল।

Advertisement

উফ কী লাগছে!

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৬ ১৭:২৫
Share:

এই কথাই এখন বলছে গোটা বলিউড। কিন্তু কী দেখে সবার মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে আসছে? কোন ছবিতে মজেছে গোটা বি-টাউন। সলমন খানের ‘কালো ল্যাঙট’ পরা ছবি এখন সোশাল মিডিয়াতে ভাইরাল।

Advertisement

কিন্ত এত মানুষের মধ্যে হঠাৎ ল্যাঙট পরে ঘুরে বেড়াচ্ছেন কেন বজরঙ্গি ভাইজান!

ওকি! শুটিং চলছে যে। ‘সুলতান’-এর শুটিংয়ে কালো ল্যাঙ্গট পরা অবস্থায় দেখা গেল সল্লুমিয়াকে।

Advertisement

এই ছবিতে একজন হরিয়ানি কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন সলমন খান। নায়কের এই লুক দেখে অনায়াসেই সলমনের পুরুষ ভক্তরা অনুপ্রেরণা পাবেন ওয়ার্ক আউট করার জন্য। এর আগেও ‘রেড শর্টস’ পরে তাঁর ছবি দেখেছিলেন অনুরাগীরা। কিন্তু এই ছবিতে নাকি আগের থেকে অনেক বেশি ‘সেক্সি লুক’ রয়েছে নায়কের। তেমনটাই মত বলিউডের একাংশের।

ভাইজানের মহিলা অনুরাগীরাও কি একমত?

আরও পড়ুন: কীসের জন্য শাহিদের এই নিউ লুক?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement