Salman Khan

এক সঙ্গেই রয়েছেন সলমন-ক্যাটরিনা! প্রমাণ দিল দুবাইয়ের হোটেল

খুব সম্প্রতি ক্যাটরিনা নিজের সোশ্যাল অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছিলেন যা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। ‘প্রাক্তন প্রেমিক’ সলমন খানকে পাশে নিয়ে যে ছবি ক্যাটরিনা পোস্ট করেছেন তা দেখে অনেকের ধারণা, আরও এক বার হয়তো দু’জন কাছাকাছি আসছেন! বরফ গলছে সম্পর্কের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মে ২০১৭ ১২:৫৯
Share:

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিংয়ের একটি দৃশ্যে সলমন-ক্যাটরিনা। ছবি: টুইটার।

খুব সম্প্রতি ক্যাটরিনা নিজের সোশ্যাল অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছিলেন যা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। ‘প্রাক্তন প্রেমিক’ সলমন খানকে পাশে নিয়ে যে ছবি ক্যাটরিনা পোস্ট করেছেন তা দেখে অনেকের ধারণা, আরও এক বার হয়তো দু’জন কাছাকাছি আসছেন! বরফ গলছে সম্পর্কের। আবার কারও মতে এটা নিছকই আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিংয়ের ফাঁকে তোলা কোনও ছবি যা শেয়ার করেছেন ক্যাটি। অনেকেই আবার ভাবছেন, এক সঙ্গে নেই সলমন-ক্যাটরিনা। পুরনো কোনও ছবি শেয়ার করেছেন নায়িকা। কিন্তু সব জল্পনার অবসান হল দুবাইয়ের একটি পাঁচতারা হোটেলের তরফ থেকে পোস্ট হওয়া কয়েকটি ছবি সামনে আসার পর।

Advertisement

হ্যাঁ, এক সঙ্গেই রয়েছেন সলমন-ক্যাটরিনা। দু’জনেই কিছু ক্ষণ সময় কাটিয়েছেন দুবাইয়ের আল আইন রোটানা হোটেলে। এই হোটেলের অফিসিয়াল সোশ্যাল পেজে সোমবার রাতে চারটি ছবি পোস্ট করেন আল আইন রোটানা কর্তৃপক্ষ। ছবিগুলি থেকে এটা স্পষ্ট, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিংয়ে এখন ওই হোটেলে উঠেছেন সলমন-ক্যাটরিনা-সহ শুটিং ইউনিটের অনেকেই। হোটেলের অটোগ্রাফের ডায়রিতে ‘টাইগার জিন্দা হ্যায়’র উল্লেখ করে সলমন-ক্যাটরিনার সইও ধরা পড়েছে এই ছবিতে।

আরও পড়ুন...
পুরনো প্রেমে কি ফের মজলেন ক্যাট, ছবির ফ্রেম তুলছে প্রশ্ন

Advertisement

‘আল আইন রোটানা’র নতুন এই পোস্ট কি তাহলে দু’জনের সম্পর্কে ফেরার আশায় জল ঢেলে দিল! না, মোটেই তা নয়। ক্যাটরিনার করা সে দিনের পোস্টে এখনও পর্যন্ত লাখ খানেক লাইক জমা হয়েছে। হোটেলের তরফ থেকে করা পোস্টেও জমা হয়েছে অসংখ্য লাইক আর শুভেচ্ছাবার্তা। সলমন-ক্যাটির ভক্তরা এত সহজে হাল ছাড়ছেন না!


দুবাইয়ের আল আইন রোটানা হোটেলের সেই পোস্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement