Entertainment News

সলমন-ঐশ্বর্যার প্রেমের ছবি ভাইরাল, তা হলে কি...

১৯৯৯-এ মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ‘হম দিল দে চুকে সনম’। সে ছবির সেটেই সলমন-ঐশ্বর্যার প্রেম গভীর হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ ১৯:১৭
Share:

এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সোজা ক্যামেরার দিকে চোখ। মুখে লেগে আছে হাসি। পাশাপাশি বসে রয়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন এবং সলমন খান। না! নতুন কোনও গসিপের ইন্ধন নেই এই ছবিতে। কারণ এ ছবি সেই সুসময়ের। যখন ডেট করছিলেন এই দুই তারকা। হঠাত্ করেই পুরনো এই ছবি ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

১৯৯৯-এ মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ‘হম দিল দে চুকে সনম’। সে ছবির সেটেই সলমন-ঐশ্বর্যার প্রেম গভীর হয়। তিন বছরের মধ্যেই অর্থাত্ ২০০২ নাগাদ ভাঙন ধরে সে সম্পর্কে। সলমনের বিরুদ্ধে মানসিক এবং শারীরিক অত্যাচারের অভিযোগও তুলেছিলেন ঐশ্বর্যা।

যদিও সে সব অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন সলমন। কিন্তু ভাঙা সম্পর্ক আর জোড়া লাগেনি। একদিকে অভিষেক বচ্চনকে বিয়ে করে সংসারী হয়েছেন ঐশ্বর্যা রাই। অন্যদিকে কখনও ক্যাটরিনা কইফ, কখনও বা লুলিয়া ভানটুরের সঙ্গে সম্পর্কের গসিপে জড়িয়ে পরতে থাকেন সল্লু মিঞা। এতদিন পরে পুরনো ছবি দেখেই নস্ট্যালজিয়ায় ভেসে চলেছেন অনুরাগীরা।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, ‘মা অনস্ক্রিন কাঁদলেও আমার মন খারাপ হয়ে যায়’

Flashback Friday! Rare Unseen pic of Salman & Aish will make you nostalgic 😍😊 follow @filmyselfies for more! . . . . . #aishwaryaraibachchan #salmankhan #katrinakaif #throwback #beautiful #picoftheday #couplegoals #couple #bharat #Bollywood #actress #actor #superstar #filmyselfies #flashbackfriday

A post shared by B O L L Y W O O D (@filmyselfies) on

(শাহরুখ, আমির, সলমান না অক্ষয়। কে করছেন বক্স অফিসে রাজ? দেখে নিন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement