অসুস্থ শিশুটিকে দেখে কেঁদে ফেলেন সলমন খান।
বলিউডের ‘ব্যাড বয়’ তিনি। মাথার উপর ঝুলছে একাধিক মামলা। কিন্তু কচিকাঁচাদের সঙ্গে পেলেই হল! বাচ্চাদের সঙ্গে একেবারে বাচ্চা বনে যান সলমন খান। সামনে এসে পড়ে মাচো ইমেজের পিছনে সযত্নে লুকিয়ে রাখা নরম মনটা। ফের এক বার তার প্রমাণ মিলল। ক্যানসার আক্রান্ত শিশুকে দেখতে গিয়ে কেঁদে ফেললেন তিনি।
গোবিন্দ নামে এক ব্যক্তির কাছ থেকে সম্প্রতি অনুরোধ এসেছিল সলমনের কাছে। গোবিন্দ জানিয়েছিলেন, তাঁর এক আত্মীয়ের ছেলে ক্যানসার আক্রান্ত। মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি শিশুটি। সে সলমনের বিরাট ভক্ত। এক বার যদি ‘ভাইজান’ তাকে দেখতে যেতে পারেন।
অনুরোধ পেয়েই হাসপাতালে ছুটে যান সলমন। ক্যানসার আক্রান্ত ওই শিশুটির সঙ্গে দেখা করেন। বেশ কিছু ক্ষণ তার সঙ্গে কাটান। হাসপাতালের বেডে শিশুটিকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মাথা নিচু করে চোখের জল মুছতে দেখা যায় তাঁকে।
A post shared by salman_khan 143 (@salman_khanfanforever) on
সলমনের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে
আরও পড়ুন: ছেঁড়া জিন্স পরে বিপদে দেব! দেখুন কী হল…
সেই ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দিলদরিয়া সলমনের প্রশংসা করেছেন সকলে।
তবে শুধুমাত্র ওই শিশুটির সঙ্গে দেখা করেই ফিরে আসেননি সলমন। বরং সেখানে ভর্তি অন্য শিশুদের সঙ্গেও আলাপ জমান।