Entertainment News

বিগ বসের প্রতি পর্বে সলমন কত টাকা নিচ্ছে জানেন?

অতিথিরা তো ওই হাউজে থাকার এবং খেলার জন্য বড় রকমের অর্থ পাবেনই। কিন্তু আপনি কি জানেন, এ বারের প্রতিটা এপিসোডের জন্য সলমন কত টাকা নিচ্ছেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৭ ১৫:৪০
Share:

অক্টোবরে শুরু হবে বিগ বস ১১।

বিগ বস এবং সলমন খান। অনুষ্ঠানের একাদশ সিজন নিয়ে দুই-ই ফিরছে নতুন মোড়কে। অক্টোবর থেকেই শুরু হবে সম্প্রচার। কারা কারা বিগ বস হাউজের অতিথি হবেন, বা আর কী চমক থাকবে এ বারের সিজনে— এ নিয়ে যেমন উত্তেজনা রয়েছে, তেমনই সলমনের ফ্যানেদের কাছেও ভাইজানকে ফের এই জনপ্রিয় শো-এ সঞ্চালক হিসেবে পাওয়ার সুযোগও থাকছে।

Advertisement

অতিথিরা তো ওই হাউজে থাকার এবং খেলার জন্য বড় রকমের অর্থ পাবেনই। কিন্তু আপনি কি জানেন, এ বারের প্রতিটা এপিসোডের জন্য সলমন কত টাকা নিচ্ছেন?

আরও পড়ুন, শাহরুখের সঙ্গে নতুন জার্নি শুরু করলেন ক্যাটরিনা

Advertisement

আরও পড়ুন, করিনার জন্মদিনের স্পেশাল ছবি, শেয়ার করলেন বেবো নিজেই

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এ বারের প্রতিটি পর্বের জন্য সলমন নাকি নিচ্ছেন এগারো কোটি টাকা।

হ্যাঁ, টাকার অঙ্কটা শুনলে চোখ কপালে ওঠার মতোই। গতবারের পারিশ্রমিককেও ছাপিয়ে গিয়েছে এই বছরের পারিশ্রমিক। গত বছর বিগ বসে সঞ্চালনার জন্য সলমন খান এপিসোড পিছু ৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।

নিন্দুকেরা আবার এ নিয়ে মস্করা করতেও ছাড়েননি। কেউ কেউ বলছেন, সিজন ১১-এ ১১ কোটি। তবে কি সিজন ১২-তে ১২ কোটি? পরের সিজনগুলিতে এ ভাবেই কি পারিশ্রমিক নেবেন সলমন? কে জানে...

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement