আমিরের ছবি দেখতে এসে কী করলেন সলমন? ছবি: সংগৃহীত।
এমনিতেই সারাক্ষণ মৃত্যুভয়। কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে চব্বিশ ঘণ্টা থাকতে হয় তাঁকে। অভিযোগ, তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছিল বিশ্নোই গ্যাং। তার পর থেকে আরও আঁটসাঁট হয় অভিনেতার নিরাপত্তা। তাঁর কাছে কাউকে ঘেঁষতে পর্যন্ত দেওয়া হয় না। যদিও এর মধ্যে দিব্যি কাজ করছেন, সিনেমার শুটিং করছেন। সম্প্রতি আমির খান অভিনীত ‘সিতারে জ়ামিন পর’ ছবির প্রদর্শনীতে যেতে ঘটল এক অন্য কাণ্ড।
খানিকটা রাত করেই সেদিন ঢোকেন সলমন। চারপাশে নিরাপত্তারক্ষীতে ছয়লাপ। সলমনকে দেখামাত্র কথা বলার জন্য এগিয়ে আসতে যান আমিরের বড় ছেলে জুনেইদ খান। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, সলমনের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসছেন জুনেইদ। নিরাপত্তারক্ষীরা সলমনের কাছে ঘেঁষতেই দিলেন না তারকাপুত্রকে। শুধু তা-ই নয়, প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এত কাছে থেকেও জুনেইদের দিকে ফিরেও তাকাননি সলমন। যদিও পরে এই ছবির অন্য কলাকুশলীদের নিরাপত্তারক্ষীরা সরিয়ে দিতে চাইলে নিজেই বাধা দেন সলমন। সিঁড়ি দিয়ে নীচে নেমে আমিরের সঙ্গে হাসিমুখে পোজ়ও দেন। যদিও জুনেইদের আর সলমনের সঙ্গে কথা বলা হয়ে ওঠেনি।