Entertainment News

সলমনের হাত ধরে এন্ট্রি হচ্ছে এই স্টার কিডের, ইনি কে জানেন?

সলমন খানের হাত ধরে বলিউডে এন্ট্রি নিতে চলেছেন প্রানূতন। যিনি প্রয়াত অভিনেত্রী নূতনের নাতনি। প্রানূতনের বাবা হলেন অভিনেতা মণীশ বহেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৩৮
Share:

প্রানূতনের এই ছবিই শেয়ার করেছেন সলমন। ছবি: সলমনের টুইটার পেজের সৌজন্যে।

কর্ণ জোহর এবং সলমন খান। দু’জনের মধ্যে একটি বিশেষ জায়গায় বেশ মিল। কী বলুন তো?

Advertisement

একজন পরিচালক। অন্যজন অভিনেতা। কিন্তু দু’জনেই বলি ইন্ডাস্ট্রিতে নতুনদের সুযোগ করে দেন। কর্ণের হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসেছেন আলিয়া ভট্ট, জাহ্নবী কপূর, সারা আলি খান। অন্য দিকে সলমন সুযোগ করে দিয়েছেন সূর্য পাঞ্চোলি, আথিয়া শেট্টি, ওয়ারিনা হুসেনকে। এ বার ভাইজানের লিগে যোগ হল আরও একটি নতুন নাম।

সলমন খানের হাত ধরে বলিউডে এন্ট্রি নিতে চলেছেন প্রানূতন। যিনি প্রয়াত অভিনেত্রী নূতনের নাতনি। প্রানূতনের বাবা হলেন অভিনেতা মণীশ বহেল।

Advertisement

সলমন প্রানূতনের একটি ছবি টুইট করে লেখেন, ‘নিন। ‘জাহিরো’র হিরোইনকে পেয়ে গিয়েছি। প্রানূতনকে স্বাগত। নূতনজির নাতনিকে বড়পর্দার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে আমি গর্বিত।’

আরও পড়ুন, ‘মান্টো’ একটা আইডিয়া, আমি সেটাই দেখাতে চেয়েছি, বললেন নন্দিতা

অন্য দিকে প্রানূতন সাংবাদিকদের বলেন, ‘‘সলমন স্যার আমাকে লঞ্চ করবেন শুনে খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমার বাবা-মা, বোনকে জড়িয়ে ধরেছিলাম মুহূর্তটা উপভোগ করার জন্য...। আমি জানতাম অভিনয়ই করব। হ্যাঁ, একটা স্তর পর্যন্ত পড়াশোনা গুরুত্বপূর্ণ। কিন্তু অভিনয়ই আমার আসল লক্ষ ছিল।’’

শোনা যাচ্ছে, জাহির ইকবালের সঙ্গে বড় পর্দায় স্ক্রিন শেয়ার করবেন প্রানূতন। ফলে এক নতুন জুটিকে পাবে ইন্ডাস্ট্রি।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement