Entertainment News

সলমন আমার প্রেমিক নয়, বিস্ফোরক য়ুলিয়া

সলমনের সঙ্গে তাঁকে জড়িয়ে অনেক গসিপ ওড়ে বলি-বাতাসে। সে নিয়ে কোনওদিনও উত্তেজিত হতে দেখা যায়নি তাঁকে। কিন্তু এ বার ধৈর্যের বাঁধ ভাঙল রোমানিয়ান মডেল য়ুলিয়া ভানটুরের। অবশেষে তিনি মুখ খুললেন সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৬ ১৪:০৫
Share:

সলমনের সঙ্গে তাঁকে জড়িয়ে অনেক গসিপ ওড়ে বলি-বাতাসে। সে নিয়ে কোনওদিনও উত্তেজিত হতে দেখা যায়নি তাঁকে। কিন্তু এ বার ধৈর্যের বাঁধ ভাঙল রোমানিয়ান মডেল য়ুলিয়া ভানটুরের। অবশেষে তিনি মুখ খুললেন সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে।

Advertisement

গত কয়েক মাসে কখনও মুম্বইয়ের রেস্তোরাঁয় লুকিয়ে ডিনার করতে গিয়েছেন তাঁরা। কখনও বা য়ুলিয়াকে সঙ্গে নিয়ে তিব্বতি ধর্মগুরু দলাই লামার সঙ্গে দেখা করতে গিয়েছেন ভাইজান। সে কারণেই য়ুলিয়া-সলমনের সম্পর্ক নিয়ে জল্পনা ছড়িয়েছে বি-টাউনে। কিন্তু এ সম্পর্কের জেরে ‘খান’ বাংলোতে নাকি পাকাপাকি ভাবে থাকছেন না য়ুলিয়া।

সম্প্রতি এক সাক্ষাত্কারে সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে য়ুলিয়া বলেন, ‘‘আমরা বন্ধু। বন্ধু মানে শুধুই বন্ধু। আলাদা করে কোনও ভালবাসার সম্পর্ক নেই আমাদের। আমরা খুব ভাল সময় কাটাই। সব কিছু খুব সময়মতো হয়েছে। আগেও নয়, পরেও নয়। বাকি যে সব খবর ছড়িয়েছে তার কোনও ভিত্তি নেই।’’

Advertisement

সূত্রের খবর সলমনকে নিয়ে য়ুলিয়ার এই বিস্ফোরক সাক্ষাত্কার খানদানকেও কিছুটা সারপ্রাইজ করেছে বৈকি!

আরও পড়ুন, রাধিকার পর নগ্নতা-বিতর্কে এক বাঙালি অভিনেত্রী!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement