Salman Khan

মুসলিম, কিন্তু গরুর মাংস ছুঁয়ে পর্যন্ত দেখেন না সলমন, নেপথ্যে হিন্দুধর্মের প্রতি শ্রদ্ধা

তাঁদের বাড়িতে যেমন গণেশ পুজো ঘটা করে হয়, তেমনই আয়োজন করা হয় ইদের অনুষ্ঠান। হিন্দুধর্মের প্রতি শ্রদ্ধার কারণে গোমাংস খান না সলমন!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৫
Share:

সেলিম খানের সঙ্গে সলমন খান। ছবি: সংগৃহীত।

এমনিতেই সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল খান পরিবার। তাঁদের বাড়িতে মিশ্র সংস্কৃতিতে বিয়ের চল রয়েছে। তাঁদের বাড়িতে যেমন গণেশ পুজো ঘটা করে হয়, তেমনই আয়োজন করা হয় ইদের অনুষ্ঠান। বছর কয়েক আগে টেলিভিশন চ্যানেলের একটি শোয়ে সলমন জানান, তিনি গোরুর মাংস কিংবা শুয়োরের মাংস ছুঁয়ে দেখেন না।

Advertisement

সলমনের বাবা সেলিম খান মুসলিম। মা সালমা খান হিন্দু। সৎ মা হেলেন খ্রিস্টান। সেই কারণেই সব ধর্মের প্রতি যে তাঁর সমান শ্রদ্ধা, সে কথাই জানান। আর গোমাংস খান না মায়ের জন্য। সকলেই জানেন সলমন তাঁর মাকে কতটা ভালবাসেন। সলমন তাঁর মায়ের ভীষণ কাছের। সলমনের কথায়, ‘‘গোরুকে আমরাও ভীষণ মানি। আমার মা যে হেতু হিন্দু, সে কারণেও। আমাদের পরিবার প্রকৃত অর্থেই ভারতীয়।’’

ছেলে সলমন খানকে নিয়ে প্রায়ই কথা বলেন বাবা সেলিম খান। নিজেই জানিয়েছেন, কেন বিয়ে করছেন না সলমন। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কোনও রাখঢাক রাখেননি ভাইজানের বাবা। দুই স্ত্রী সালমা খান ও হেলেনকে নিয়েও মন্তব্য করেন তিনি। দুই স্ত্রীর জন্য গর্ববোধও করেন সেলিম খান। দুই স্ত্রীর জন্যই নাকি পরিবারে সম্প্রীতি বজায় থাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement