Salman Khan

কেবিসি-র সঞ্চালনায় সলমন! ‘বিগবস্‌’ ছেড়ে কেন হঠাৎ ‘বিগবি’র আসনে বসতে চান ‘ভাইজান’?

অমিতাভ বচ্চনের জায়গায় এ বার নাকি সলমন খান। কেন হঠাৎ বিগবি-র পথ অনুসরণ করতে চান ভাইজান?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৬:৪৬
Share:

সলমন খান কি এ বার অমিতাভের জায়গায়! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অমিতাভ বচ্চনের জায়গায় এ বার সলমন খান। ‘বিগবস্‌’-এর সঞ্চালক হিসাবে সলমনকেই দেখতে অভ্যস্ত দর্শক। সেই রিয়্যালিটি শোয়ে সপ্তাহান্তে এসে প্রতিযোগীদের বকুনি দেন সলমন। বেশ কিছু বিষয়ে পরামর্শও দিয়ে থাকেন ‘ভাইজান’। দর্শকের মতে, সলমনকে ছাড়া ‘বিগবস্‌’ কল্পনাই করা যায় না। কিন্তু ‘বিগবস্‌’ ছেড়ে সলমন কি এ বার ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে অমিতাভের আসনে? তুঙ্গে জল্পনা।

Advertisement

২০০০ সালে শুরু হয়েছিল ‘কৌন বনেগা ক্রোড়পতি’। প্রথম সিজ়ন থেকেই সঞ্চালকের আসনে অমিতাভ। যদিও চতুর্থ সিজ়নে সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। কিন্তু সেই সিজ়ন ভাল না চলায় ফের ফিরিয়ে আনা হয় বিগবিকে। মোট ১৫টি সিজ়ন সঞ্চালনা করেছিলেন বর্ষীয়ান অভিনেতা। এ বার শোনা যাচ্ছে, অমিতাভ আর নয়। সলমনই নাকি এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন।

জল্পনা তৈরি হতেই উচ্ছ্বসিত ‘ভাইজানে’র অনুরাগীরা। অনুরাগীদের একাংশ চান, ‘বিগবস্‌’ ছেড়ে এ বার সলমন যেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনা শুরু করেন। এক জন লিখেছেন, ‘‘চুলোয় যাক বিগবস্‌। অবিলম্বে বিগবস্‌ ছেড়ে ওঁর কেবিসি-তে আসা উচিত। কিন্তু আমার মনে হয় তিনি সেটা করবেন না।’’ আর এক জন লিখেছেন, ‘‘বিগবস্‌-এর মতো খারাপ অনুষ্ঠান ছেড়ে এটাই করা উচিত সলমনের।’’ তবে এই বিষয়ে এখনও চ্যানেল বা তারকাদের থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি।

Advertisement

এই বছর অর্থাৎ ‘বিগবস্‌ ১৯’-এর শুটিং শুরু হওয়ার কথা আগামী ১৯ জুলাই থেকে। প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হয় এই রিয়্যালিটি শো। কিন্তু এ বার আরও আগেই এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement