এপিজে আব্দুল কালামের দ্বারা সলমন খান অনুপ্রাণিত। ছবি: সংগৃহীত।
প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকে নকল করতেন সলমন খান! সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে এসে নিজেই জানিয়েছেন অভিনেতা। সলমনের গত কয়েকটি ছবি বক্স অফিসে আশানুরূপ ফল করতে পারেনি। বলা ভাল, ছবিগুলি অসফল। কিন্তু একটা সময় সলমন খানের ছবি মানেই প্রেক্ষাগৃহে ঝড় উঠত। তেমনই একটি ছবি ‘তেরে নাম’।
২০০৩ সাল মুক্তি পাওয়া সেই ছবির অনুরাগী অসংখ্য। প্রেমে আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারানো এক যুবকের চরিত্রে অভিনয় করেছিলেন সলমন। ভাইজানের অনুরাগীদের উন্মাদনা ছিল দেখার মতো। ছবিতে সলমনকে একটি বিশেষ চুলের ছাঁটে দেখা গিয়েছিল। সেই চুলের ছাঁটও সাড়া ফেলেছিল সেই প্রজন্মের যুবকদের মধ্যে। সলমন ভক্তরা স্রোতে গা ভাসিয়ে এই এমন ছাঁট চুল কাটাতেন অনেকেই। পাড়ার মোড় থেকে কলেজের ক্যাম্পাস— অজস্র সলমন-ভক্তকে এই ছাঁটে দেখা যেত। কিন্তু কেন এই চুলের ছাঁট ছিল ‘তেরে নাম’ ছবির ওই চরিত্রের? তা নিজেই জানিয়েছেন ভাইজান।
‘তেরে নাম’ ছবিতে সলমন খান।
লম্বা চুল। মাথার মাঝখান দিয়ে সিঁথি। এমনই ছিল সেই চুলের ছাঁট। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের চুলের ছাঁট থেকে নাকিই তৈরি হয় অনুপ্রেরণা। সেখান থেকেই ‘তেরে নাম’ ছবির রাধে মোহনের চুলের ছাঁট দেওয়া হয়। সলমন বলেছেন, “‘তেরে নাম’ ছবির লুকটা এপিজে আব্দুল কালামের থেকে অনুপ্রাণিত। আসলে নায়ক ছোট শহর বা মফস্সলের হলে তার চুল সাধারণত লম্বাই হয়। পুরনো দিনের নায়কদের চুল লম্বাই হত।”
এই ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করেছিলেন ভূমিকা চাওলা। ছবির গান আজও সেই প্রজন্মের ছেলেমেয়েদের স্মৃতিতে বাজে।