আবার আইনি ঝামেলায় জড়ালেন সলমন!

বিতর্ক কিছুতেই তাঁর পিছু ছাড়ছে না। একটার পর একটা ঝামেলা লেগেই রয়েছে। কৃষ্ণসার হত্যা মামলা, হিট অ্যান্ড রান মামলা— এ বার তাঁর নিজস্ব বিপণন ওয়েবসাইট নিয়েও আইনী ঝামেলায় জড়ালেন সলমন। ২৭ ডিসেম্বর নিজের পঞ্চাশতম জন্মদিনে তাঁর নিজস্ব বিপণন ওয়েবসাইট লঞ্চ করেন সলমন। ওয়েবসাইটের নাম ‘খান মার্কেট অনলাইন’। আর বিতর্ক শুরু হয়েছে এই নাম নিয়েই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৫ ১৪:৩২
Share:

বিতর্ক কিছুতেই তাঁর পিছু ছাড়ছে না। একটার পর একটা ঝামেলা লেগেই রয়েছে। কৃষ্ণসার হত্যা মামলা, হিট অ্যান্ড রান মামলা— এ বার তাঁর নিজস্ব বিপণন ওয়েবসাইট নিয়েও আইনি ঝামেলায় জড়ালেন সলমন। ২৭ ডিসেম্বর নিজের পঞ্চাশতম জন্মদিনে তাঁর নিজস্ব বিপণন ওয়েবসাইট লঞ্চ করেন সলমন। ওয়েবসাইটের নাম ‘খান মার্কেট অনলাইন’। আর বিতর্ক শুরু হয়েছে এই নাম নিয়েই। প্রায় এই একই নামে একটি ওয়েবসাইট রয়েছে। ৬৫ বছরের পুরনো দিল্লির খান মার্কেটের ওয়েবসাইটের নাম ‘খান মার্কেট ডট কম’।
বি-টাউনের একটি সূত্রের খবর, খান মার্কেট অ্যাসোশিয়েশনের তরফ থেকে একটি মামলাও দায়ের করার কথা ভাবা হচ্ছে। আর তা হলে আবার একটি মামলায় জড়াবে সলমন খানের। না, এখনই দুশ্চিন্তার কোনও কারণ নেই। খান মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জিব মেহরা জানিয়েছেন, মামলাও দায়ের করার কথা ভাবা হচ্ছে। তবে তার আগে সলমনের ওয়েবসাইটের নাম পরিবর্তন করার জন্য তাঁকে অনুরোধ করা হবে। তবে নাম পরিবর্তনের কাজটা খুব একটা সহজ হবে না সলমনের জন্যও। কারণ, এর মধ্যেই অসংখ্য ক্রেতা তাঁদের নাম রেজিস্টার করেছেন এই ওয়েবসাইটে। সোস্যাল মিডিয়াতেও ওয়েবসাইট লঞ্চের খবর বেশ বড় করেই দেওয়া হয়ে গিয়েছে। তা ছাড়া দেশে সলমনের ভক্ত সংখ্যা বা ‘ভাইজান’ সম্পর্কে তাদের উত্সাহ তো কিছু কম নয়! তাই চটজলদি ওয়েবসাইটের নাম বদলে দিলে ব্যবসায় ক্ষতির আশঙ্কা থেকেই যায়। কিন্তু নতুন করে আইনি ঝামেলায় হয়তো সলমনও জড়াতে চাইবেন না। তাই আলোচনায় সমাধানের আশায় রইল দুই পক্ষ এবং তার সঙ্গে সলমনের অসংখ্য ভক্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন