Entertainment News

‘ভারত’-এ ফিরছে সলমন-ক্যাটরিনার পুরনো প্রেম…

একটি কোরিয়ান ছবির রিমেক ‘ভারত’। যেখানে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হবে ভারতের ইতিহাস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৯ ১২:৫০
Share:

নতুন পোস্টারে ক্যাটরিনা এবং সলমন। ছবি: টুইটার থেকে গৃহীত।

‘ভারত’-এর প্রথম পোস্টারে একাই প্রকাশ্যে এসেছিলেন সলমন খান। বয়স্ক লুকে এক অন্য ভাইজানকে দেখেছিলেন দর্শক। এ বার সঙ্গে ক্যাটরিনা কইফ

Advertisement

সোশ্যাল মিডিয়ায় ‘ভারত’-এর নতুন পোস্টারের ছবি শেয়ার করেছেন সলমন। তিনি লিখেছেন, ‘সব হাসির পিছনেই দুঃখ লুকিয়ে থাকে। আর সেই দুঃখই আপনাকে বাঁচিয়ে রাখে।’ পোস্টার দেখেই বলি মহলের একটা বড় অংশ মনে করছেন, বক্স অফিসে সলমনের এই ছবি জ্যাকপট হতে চলেছে।

একটি কোরিয়ান ছবির রিমেক ‘ভারত’। যেখানে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হবে ভারতের ইতিহাস। এ ছবির প্রসঙ্গে প্রযোজক অতুল অগ্নিহোত্রী বলেছেন, ‘‘একটা দেশ এবং একটা মানুষের জার্নি রয়েছে এখানে। আমাদের কাছে অনুপ্রেরণার মতো।’’

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবির মাধ্যমেই বেশ কয়েক বছর পর সলমন- ক্যাটরিনা অনস্ক্রিন রোম্যান্স দেখবেন দর্শক। দিশা পটানি এবং তব্বুর অভিনয়েও সমৃদ্ধ ছবিটি।

আরও পড়ুন, ভোট দিতে পারবেন না আলিয়া, কেন জানেন?

প্রথমে ক্যাটরিনার চরিত্রের জন্য প্রিয়ঙ্কা চোপড়ার কথা ভেবেছিলেন সলমন। অনেকেই ভেবেছিলেন, এই ছবির মাধ্যমেই বলিউডে কামব্যাক করবেন প্রিয়ঙ্কা। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এই প্রজেক্ট থেকে সরে যান প্রিয়ঙ্কা। সে নিয়ে দুই তারকার মধ্যে মনোমালিন্য তৈরি হলেও পরে তা মিটে যায় বলেই মনে করেন বলি মহলের একটা বড় অংশ।

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন