Salman Khan

হাতে রামের ঘড়ির পরে গলায় রুদ্রাক্ষের মালা সলমনের! তবে কি ধার্মিক হয়ে উঠছেন ‘ভাইজান’?

খবর, গত কয়েক বছর ধরে জ্যোতিষশাস্ত্রের উপরে নাকি আস্থা বেড়েছে অভিনেতার। আঙুলে নীলা পরতে দেখা গিয়েছে তাঁকে। তাই অনুরাগীদের একটা অংশের ধারণা, জ্যোতিষের পরামর্শেই এমন মালা গলায় তুলেছেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৪:৪৪
Share:

সলমন খান। ছবি: সংগৃহীত।

অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হওয়ার পরেই সলমন খানকে হাতে ‘এপিক এক্স রাম জন্মভূমি এডিশন ২’ ঘড়ি পরতে দেখা যায়। এ বার সলমনের গলায় দেখা গেল সোনায় মোড়া রুদ্রাক্ষের মালা! তবে কি ধীরে ধীরে ধার্মিক হয়ে উঠছেন অভিনেতা?

Advertisement

সম্প্রতি সলমনের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে তিনি পোষ্যের সঙ্গে একটি আদুরে মুহূর্ত ভাগ করে নিয়েছেন। হাঁটু মুড়ে বসে সারমেয়ের গায়ে স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছেন অভিনেতা। তবে পোষ্যের সঙ্গে আদুরে ছবি নয়, নেটাগরিকের নজর কাড়ে সলমনের গলায় সোনার মালা। তা নিয়ে আপাতত আড়াআড়ি বিভক্ত নেটপাড়া। একাংশের দাবি, ভাইজানের গলায় যে গয়না দেখা যাচ্ছে, সেটা নাকি রুদ্রাক্ষ দিয়ে তৈরি। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কেউ কেউ। গত কয়েক বছর ধরে জ্যোতিষশাস্ত্রের উপরে নাকি আস্থা বেড়েছে অভিনেতার। আঙুলে নীলা পরতে দেখা গিয়েছে তাঁকে। তাই অনুরাগীদের একটা অংশের ধারণা, জ্যোতিষের পরামর্শেই এমন মালা গলায় তুলেছেন অভিনেতা।

সলমন জন্মসূত্রে মুসলিম হলেও তাঁর বাড়িতে সব ধর্মের উৎসব উদ্‌যাপন করা হয়, নিজেই জানিয়েছিলেন সেই কথা। তাঁরা যেমন বা়ড়িতে গণেশ উৎসব পালন করেন, তেমনই ইদ থেকে বড়দিন— সবই ধুমধাম করে উদ্‌যাপন করা হয়।

Advertisement

সলমন তাঁদের ধর্মবিশ্বাস প্রসঙ্গে বলেছিলেন, ‘‘আমার মা হিন্দু ধর্মাবলম্বী। আর বাবা মুসলিম। এ দিকে আমার আরেক মা হেলেন, তিনি খ্রিস্টান। আমরা একই বাড়িতে থাকি। আমার কাছে সব ধর্মই সমান। প্রত্যেকেরই উচিত সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement