স্টাইলে সলমন

প্রথম শিডিউলের কাজ আপাতত হচ্ছে মধ্যপ্রদেশের ইনদওরে। সলমনের সঙ্গে ইনদওরে রয়েছেন আরবাজ় খান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৯ ০০:২৪
Share:

সলমন খান। —ফাইল চিত্র।

শুরু হয়ে গিয়েছে ‘দবং থ্রি’র শুটিং। ছবির পরিচালক প্রভু দেবার সঙ্গে একটি ছবি পোস্ট করে সে কথা জানিয়েও দিয়েছেন সলমন খান। ছবিতে দেখা যাচ্ছে, সলমনের ঘাড়ের কাছে শার্টের কলারে গোঁজা রয়েছে চুলবুল পাণ্ডের রোদচশমা!

Advertisement

প্রথম শিডিউলের কাজ আপাতত হচ্ছে মধ্যপ্রদেশের ইনদওরে। সলমনের সঙ্গে ইনদওরে রয়েছেন আরবাজ় খান। প্রথম দিন শুটিংয়ের বেশির ভাগটাই হয়েছে আহিল্যা ফোর্টে। সলমন একটি ভিডিয়োর মাধ্যমে জানিয়েছেন, আরবাজ় এবং তাঁর জন্ম ইনদওরে। এর পরে দলবল-সহ শুটিং করতে যাবেন মণ্ডলেশ্বর এবং মহেশ্বরে।

গল্পের খানিকটা অংশ সম্পর্কেও জানা গিয়েছে। প্লট অনুযায়ী, নিজের তৈরি করা ওয়েলফেয়ার ফান্ডের সাহায্যে বয়স্ক নাগরিকদের গণবিবাহের আয়োজন করবে চুলবুল! সলমনের ভিডিয়োয় সোনাক্ষী সিংহ কমেন্ট করেছেন, ‘সি ইউ সুন’। খুব শিগগিরই তিনি যোগ দেবেন ছবির টিমের সঙ্গে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement