Entertainment News

সলমন এ বার ‘হনুমান’?

এর আগে তাঁকে হনুমান ভক্ত হিসেবে বড়পর্দায় দেখেছে দর্শক। আর এ বার নাকি তিনি নিজেই ‘হনুমান’-হবেন। তিনি সলমন খান। ভাইজানকে নিয়ে এই নয়া জল্পনা এখন শোনা যাচ্ছে বি-টাউনে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৬ ১২:৪০
Share:

‘বজরঙ্গি ভাইজান’ ছবির একটি দৃশ্য।— ফাইল চিত্র।

এর আগে তাঁকে হনুমান ভক্ত হিসেবে বড়পর্দায় দেখেছে দর্শক। আর এ বার নাকি তিনি নিজেই ‘হনুমান’-হবেন। তিনি সলমন খান। ভাইজানকে নিয়ে এই নয়া জল্পনা এখন শোনা যাচ্ছে বি-টাউনে।

Advertisement

না! অভিনয় নয়। বরং একটি অ্যানিমেশন ছবিতে হনুমানের ভয়েস ডাব করবেন সল্লু মিঞা। পরিচালক রুচি নারাইন ‘হনুমান দ্য দমদার’ নামে একটি অ্যানিমেশন ছবি তৈরি করতে চলেছেন। সেখানেই নাকি হনুমানের চরিত্রে শোনা যাবে ভাইজানের গলা।

রুচি জানিয়েছেন, একবার অ্যাপ্রোচ করার পরই কাজটা করতে রাজি হয়ে যান সলমন। এমনকী কোনও কোনও জায়গায় তাঁর ইমপ্রোভাইজেশন মুগ্ধ করেছে পরিচালকেও। সলমন নিজেও নাকি মাঝে মাঝে জানতে চাইতেন, ‘একটু বেশি হয়ে গেল কী?’

Advertisement

সব মিলিয়ে নতুন ভূমিকায় সলমন খান। তাঁর এই পারফরম্যান্সও দর্শকদকের পছন্দ হবে এমনটাই আসা করছে টিম ‘হনুমান দ্য দমদার’।

আরও পড়ুন, ৪২ বছরে এতগুলো হিট ছবি নাকচ করেছেন কাজল!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement