বুধবার তাঁদের ডিনার ডেটে যাওয়ার খবর মিডিয়ার সৌজন্যে সবার জানা। দুই তারার পুনর্মিলনের সম্ভাবনার খবর ফের পেজ থ্রির শিরোনামে। বিরাট-অনুষ্কার প্রেমের সেকেন্ড এপিসোড দেখার অপেক্ষায় এখন তাল ঠুকছেন অনেকেই। মান-অভিমান ঘুচিয়ে ফেলে এই যে বেশ কিছুদিন পর এক ফ্রেমে ধরা দিলেন বিরাট-অনুষ্কা, তার পেছনে কারিগরটি কে জানেন? দু’জনের ঘনিষ্ট মহলের দাবি কিউপিডের রোলটা প্লে করছেন নান আদার দ্যান সলমন খান! বুধবার নাকি ডিনার ডেট সেরে বিরাট-অনুষ্কা এক সঙ্গে সোজা গিয়েছিলেন সলমনের বাড়ি। সিলভার স্ক্রিনের ‘প্রেম’-ই কি তবে প্রেমে ফেরালেন অনুষ্কা-বিরাটকে? ঘটনাক্রম কিন্তু তারই ইঙ্গিত দিচ্ছে।
সলমনের আসন্ন ছবি সুলতানে তাঁর কোস্টার অনুষ্কা
আরও পড়ুন-ডিনার ডেটে বিরাট-অনুষ্কা! দেখুন সেই ছবি