Salman Khan used to fumble in front of Father Salim Khan

বাবার সামনে আটকে যেত কথা! সেলিমকে কেন ভয় পেতেন সলমন? খান পরিবারের অন্দরের গল্প ফাঁস

অতুল অগ্নিহোত্রীর সঙ্গে বন্ধুত্বের কারণে বহু দিন ধরেই খান পরিবারকে খুব কাছ থেকে দেখেছেন আসিফ শেখ। কোন গল্প শোনালেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪২
Share:

বাবাকে কেন ভয় পেতেন সলমন? ছবি: সংগৃহীত।

সলমন খানের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ‘ভাবীজী ঘর পর হ্যাঁয়’ ধারাবাহিকের অভিনেতা আসিফ শেখের। সম্প্রতি এক সাক্ষাৎকারে খান পরিবার প্রসঙ্গে অজানা গল্প শোনালেন তিনি। বাবার সামনে মুখ খুলতে গেলেও নাকি কথা জড়িয়ে যেত সলমনের, সেই গল্পও শোনালেন আসিফ।

Advertisement

আসিফ জানান, অতুল অগ্নিহোত্রীর সঙ্গে বন্ধুত্বের কারণে বহু দিন ধরেই খান পরিবারকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। সলমনের ফার্মহাউসে কাটানো সময়ের কথা মনে করে আসিফ বলেন, “সেলিম আঙ্কল অত্যন্ত পরিণত একজন মানুষ। কখনও কখনও সলমনের ফার্মে গিয়ে সেলিম আঙ্কলের সঙ্গে সময় কাটাতাম। অতুল আমার খুব ভাল বন্ধু। আমরা সেলিম আঙ্কলের কত মজার গল্প শুনতাম। কৌতুকরসে ভরপুর ছিলেন তিনি। ওঁর থেকে অনেক কিছু শিখেছি।”

আসিফের কথায়, সলমন কখনওই তাঁর বাবার কাছ থেকে তারকাসুলভ ব্যবহার পাননি। অভিনেতা বলেন, “সলমনের বড় সমালোচক ওঁর বাবা। ছেলের মুখের উপর কড়া কথা বলে দেন। সলমনের কোনওদিন বাবার মুখের উপর কথা বলার সাহস হয়নি। বাবাকে প্রচণ্ড শ্রদ্ধা করেন তিনি। আমার মনে আছে, যুবক বয়সে যখন সলমন তারকা হয়ে উঠেছেন, তখনও বাবার সামনে কথা আটকে যেত ওঁর।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement