Ayush Sharma

‘সামান্য যন্ত্রণা’! পাত্তা না দিয়ে বড় বিপদে পড়লেন সলমনের ভগিনীপতি, কী হয়েছে আয়ুষের?

অস্ত্রোপচার করাতে হল সলমন খানের ভগিনীপতিকে। শারীরিক ও মানসিক যন্ত্রণা এড়িয়ে গেলে কী হতে পারে, তা নিজেই তাঁর সমাজমাধ্যমে জানিয়েছেন আয়ুষ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১২:০৭
Share:

সলমনের ভগিনীপতি আয়ুষ বড় বিপদে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সামান্য যন্ত্রণাকে প্রথম পর্যায়ে গুরুত্ব দেননি। দিনের পর দিন এড়িয়ে গিয়েছেন। অবশেষে বড় মাসুল গুনতে হল আয়ুষ শর্মাকে। অস্ত্রোপচার করাতে হল সলমন খানের ভগিনীপতিকে। শারীরিক ও মানসিক যন্ত্রণা এড়িয়ে গেলে কী হতে পারে, তা নিজেই তাঁর সমাজমাধ্যমে জানিয়েছেন আয়ুষ।

Advertisement

‘রুসলান’ ছবিতে বেশ কিছু লড়াইয়ের দৃশ্য রয়েছে আয়ুষের। শুটিং-এর সময়ে বড় চোট পেয়েছিলেন তিনি। তবে সেই সময়ে চোট কতটা গভীর বুঝতে পারেননি অভিনেতা। আয়ুষ বলেছেন, “লড়াইয়ের দৃশ্যে শুটিং করতে গিয়ে চোট পেয়েছিলাম। কিন্তু সেই চোটকে বড় বিষয় বলে মনে হয়নি। তাই সবাই যা করে, তাই করেছি। দিনের পর দিন যন্ত্রণা এড়িয়ে গিয়েছি। যন্ত্রণা সঙ্গে নিয়েই চলছিলাম।”

কিন্তু অল্প দিনের মধ্যেই ফল ভুগতে হয় অভিনেতাকে। অর্পিতা খানের স্বামী লিখেছেন, “এক সময়ে নাচা, শরীরচর্চা করার মতো বিষয়ে নড়াচড়া করতে এক সেকেন্ড লাগত। কিন্তু ধীরে ধীরে সেই সব বন্ধ হয়ে গেল। যেটাকে সাময়িক ব্যথা ভেবেছিলাম সেটা এত গুরুতর হয়ে উঠবে ভাবিনি।”

Advertisement

যন্ত্রণাকে গুরুত্ব না দেওয়াকেই সবচেয়ে বড় ভুল বলে মনে করেন আয়ুষ শর্মা। বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন আয়ুষ। তার মধ্যে কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অভিনেতা। সলমনের ভগিনীপতি লিখেছেন, “দুটো অস্ত্রোপচার হয়েছে। এখন আমার এই অবস্থা। ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছি।” দ্রুত সুস্থ হয়ে উঠে ফের ক্যামেরার সামনে দাঁড়ানোর অপেক্ষায় উদ্‌গ্রীব তিনি। বিছানায় যন্ত্রণার দিন কাটানোর সময়ে আয়ুষের উপলব্ধি, “এই সময়টি আমাকে শিখিয়েছে সুস্বাস্থ্য মানে শুধু সিক্স প্যাক নয়। ভাল স্বাস্থ্য মানে ভিতর থেকে কেউ কতটা সুস্থ রয়েছে। তাই শরীর যদি কোনও বার্তা পাঠায়, সেগুলি এড়িয়ে যাবেন না। বরং তৎপর হয়ে চিকিৎসা করাবেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement