Mika Singh on Diljit Dosanjh

ভারত-পাক উত্তপ্ত পরিস্থিতিতে দেশকে অসম্মান করছেন দিলজিৎ? বিতর্কে মুখ খুললেন মিকা

পাক অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে ‘সর্দারজি ৩’ ছবিতে কাজ করে বিতর্কে জড়িয়েছেন দিলজিৎ দোসাঞ্জ। এ বার বিতর্কে ঘৃতাহুতি দিলেন মিকা সিংহ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১০:৫৭
Share:

দিলজিৎকে খোঁচা দিলেন মিকা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে কাজ করায় বিতর্ক পিছু ছাড়ছে না দিলজিৎ দোসাঞ্জের। নিষিদ্ধ হয়েছে তাঁর ছবি। এ বার তাঁকেও নিষিদ্ধ করার দাবি উঠেছে বিভিন্ন মহলে। এই বিতর্কে এ বার ঘৃতাহুতি দিলেন মিকা সিংহ।

Advertisement

দিলজিতের নাম উল্লেখ করেননি মিকা। মনে করিয়ে দিয়েছেন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির কথা। খোঁচা দিয়ে পঞ্জাবি শিল্পী বলেছেন, “আমরা সকলেই জানি, বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি খুব একটা ভাল নয়। এ সব জানা সত্ত্বেও কিছু মানুষ দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করে চলেছেন। যে ছবিতে সীমান্তের ওপারের মানুষও রয়েছেন, সেই ছবি এই মুহূর্তে মুক্তির আগে দু’বার ভাবা উচিত। বিশেষত যখন আমাদের দেশের সম্মান জড়িয়ে রয়েছে, তখন আরও এক বার ভাবা উচিত।”

পহেলগাঁও কাণ্ডের পরে বদলে গিয়েছে ভারত-পাক সমীকরণ। ঘটনার পর থেকে ফের নিষিদ্ধ হয়েছেন পাক শিল্পীরা। এর আগে ২০১৬ সালে উরি হামলার পরে নিষিদ্ধ হয়েছিলেন তাঁরা। অবশেষে সেই নিষেধাজ্ঞা ওঠার পরে ফের ভারতে কাজ শুরু করেছিলেন তাঁরা। পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খানও ‘আবির গুলাল’ নামে একটি ছবিতে অভিনয় করেন। সেই ছবিও পহেলগাঁও ঘটনার পরে আর মুক্তি পায়নি। কিন্তু দিলজিৎ ও ‘সর্দারজি ৩’ ছবির নির্মাতারা সেই বাধা মানতে নারাজ। ভারতে এই ছবি মুক্তি পাচ্ছে না ঠিকই। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কিন্তু হানিয়া আমিরের জন্য এই ছবির উপরে সম্পূর্ণ ভাবে নিষেধাজ্ঞা দাবি করেছে মানুষ।

Advertisement

মিকা এই প্রসঙ্গে বলেছেন, “ফওয়াদ খানের ‘আবির গুলাল’ মুক্তি পাওয়ার কথা ছিল। সেটারও আমরা বিরোধিতা করেছিলাম। সেটা দেখা সত্ত্বেও অনেকেই বিষয়টা বুঝে উঠতে পারছে না। আরও অবাক হচ্ছি, একজন নকল গায়ক ভারতে ১০টা অনুষ্ঠান করে এখন উধাও হয়ে গিয়েছেন। হাজার হাজার অনুরাগী রয়েছেন ওঁর এই দেশে। সেই অনুরাগীদের অসহায় করে দেশ ছেড়ে বেপাত্তা তিনি।”

দিলজিতের নাম না করলেও নেটাগরিকেরা নিশ্চিত, এই পোস্ট ‘সর্দারজি ৩’ ছবির নায়কের জন্যই করেছেন মিকা। এই ছবি ২৭ জুন আন্তর্জাতিক মহলে মুক্তি পাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement