সলমনের কাছে হিন্দি শিখছেন লুলিয়া?

লুলিয়া ভানটুর কি সলমন খানের প্রেমিকা? এই প্রশ্নের উত্তর দেবে সময়। তবে এ কথা হলফ করে বলাই যায় সলমন এখন লুলিয়ার মাস্টারমশাই। কেন জানেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৪
Share:

লুলিয়া ভানটুর কি সলমন খানের প্রেমিকা? এই প্রশ্নের উত্তর দেবে সময়। তবে এ কথা হলফ করে বলাই যায় সলমন এখন লুলিয়ার মাস্টারমশাই।

Advertisement

কেন জানেন?

কারণ সলমনের কাছে এখন নিয়ম করে হিন্দি শিখছেন লুলিয়া। আসলে সম্প্রতি একটি হিন্দি রিয়ালিটি শো হোস্ট করার অফার পেয়েছেন এই রোমানিয়ান মডেল। বি-টাউনের খবর, কথাবার্তা প্রায় পাকা। আর কয়েক দিনের মধ্যেই শুটিং শুরু হবে। তার আগে সল্লু মিঞার কাছে নিজের হিন্দি ভোকাবুলারি বাড়িয়ে নিচ্ছেন সুন্দরী। শিখছেন সঠিক উচ্চারণও। নাম প্রকাশে অনিচ্ছুক ওই রিয়ালিটি শোয়ের এক সদস্য জানিয়েছেন, ‘‘সলমনের কাছে হিন্দি শিখে লুলিয়ার কেরিয়ারে কোনও উন্নতি হবে কিনা আমরা জানি না। তবে এতে ওদের প্রেম আরও গভীর হওয়ার সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’’

Advertisement

আগামী দিনে কি সত্যিই বিয়ে করবেন এই জুটি?

বিয়ে নিয়ে মিডিয়ার অনবরত প্রশ্নে জেরবার হয়ে কয়েকদিন আগেই সল্লু মিয়াঁ বলেছিলেন, ‘‘প্রথম দিকে ভাবতাম আমার বিয়ের বয়স হয়নি। তার পর এক সময় বিয়ের বয়স পেরিয়ে গেল। আর এখন ভাবছি বিয়ে করব। কিন্তু আমার হাতে কোনও অপশন নেই…।’’

বলিউডের একটা বড় অংশের আশা, হিন্দি শেখার অবসরে বিয়ের দিন এগিয়েও আনতে পারেন এই জুটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement