Mainul Ahsan Noble

কারাগারে বিয়ে, তার পর বাচ্চা! নোবেলের কীর্তি প্রকাশ্যে আসতেই বিস্ফোরক সালসাবেল মেহমুদ

সঙ্গীতশিল্পী মইনুল আহসান নোবেলকে নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। এ প্রসঙ্গে এত দিন চুপ ছিলেন প্রাক্তন স্ত্রী সালসাবেল। অবশেষে মুখ খুললেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১৬:৫৬
Share:

কী বললেন নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবেল? ছবি: সংগৃহীত।

বিতর্কের পর বিতর্ক। ক্রমাগত জড়িয়ে পড়ছেন বাংলাদেশি সঙ্গীতশিল্পী মইনুল আহসান নোবেল। তাঁর বিরুদ্ধে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ করেছিলেন এক তরুণী। তার ভিত্তিতেই সংশোধনাগারে যেতে হয়েছিল নোবেলকে। আবার আদালতের নির্দেশে সেই অভিযোগকারিণীকেই ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় সংশোধনাগারের প্রধান ফটকে বিয়ে করেন গায়ক। এই প্রথম নয়। এর আগেও বিয়ে করেছিলেন নোবেল। তাঁর প্রাক্তন স্ত্রী সালসাবেল মেহমুদ একগুচ্ছ অভিযোগ জানিয়েছিলেন প্রকাশ্যে। সম্প্রতি শোনা গিয়েছে, শীঘ্রই বাবা হতে চলেছেন নোবেল। এই খবর প্রকাশ্যে আসার পর মুখ খুললেন তাঁর প্রাক্তন স্ত্রী সালসাবেল। সমাজমাধ্যমের পাতায় বড় পোস্ট করেছেন তিনি। নাম না-করে নোবেলের উদ্দেশেই যে তাঁর এই পোস্ট, তা বুঝেছেন অনেকেই।

Advertisement

সালসাবেল লেখেন, “এক ব্যক্তি প্রবাসে গিয়েছিল বৌকে বাংলাদেশে রেখে। কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বৌকে আর এক জনের জামাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে— খুবই হাস্যকর! গোপালগঞ্জের মানুষ বলে কথা!” নোবেল গোপালগঞ্জের বাসিন্দা। অর্থাৎ পরোক্ষ ভাবে যে নোবেলের উদ্দেশেই এই বার্তা, তা আন্দাজ করা যায়। সালসাবেলের দাবি, নোবেলের সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ এখনও হয়নি তাঁর। তা হলে কী করে আবারও বিয়ে করতে পারেন তিনি? যদিও এখনও পর্যন্ত এ প্রসঙ্গে কোনও কথা বলেননি নোবেল। দিনপাঁচেক আগেই এই বিয়ের কথা জানা গিয়েছিল। এ বার জানা গিয়েছে নোবেলের বাবা হওয়ার খবর। আপাতত নোবেল জামিনে মুক্ত।

গত কয়েক বছর ধরেই নানা মামলায় জড়িয়েছেন নোবেল। নাম জড়িয়েছে একাধিক বিবাহ, প্রতারণা, গার্হস্থ্য হিংসার মতো অভিযোগে। মাত্র কয়েক মাস আগেই তিনি নেশামুক্তি কেন্দ্র থেকে ছাড়া পেয়েছিলেন। কিন্তু তার পরেই ফের গ্রেফতার হন। অপহরণ এবং যৌন হেনস্থার অভিযোগে নোবলেকে গ্রেফতার করে স্থানীয় ডেমরা থানার পুলিশ। গত ২০ মে থেকে সংশোধনাগারে ছিলেন নোবেল। তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এক তরুণী। গ্রেফতার হওয়ার পর সেই মহিলাকে নিজের স্ত্রী বলে দাবি করেন গায়ক। যদিও বিবাহ সংক্রান্ত নথি তিনি আদালতে দাখিল করতে পারেননি। শেষে কোর্টের নির্দেশে কয়েক দিন আগে সংশোধনাগারের ফটকে সেই তরুণীকেই বিয়ে করেন নোবেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement