Samantha Prabhu

Samantha Prabhu: আমায় খুনের হুমকি দেওয়া হয়েছে, বিচ্ছেদ নিয়ে বিস্ফোরক সামান্থা প্রভু

নেটমাধ্যমের পোস্টে সোজাসাপ্টা বার্তা দিয়েছিলেন সামান্থা আর নাগা। ‘অনেক আলোচনা এবং চিন্তাভাবনার পরে আমি এবং স্যাম (সামান্থা) আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এক দশকেরও বেশি সময় ধরে আমরা বন্ধু। আমি বিশ্বাস করি, সেই বন্ধুত্বই আমাদের মধ্যে এক বিশেষ সম্পর্ককে বাঁচিয়ে রাখবে।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০২
Share:

সামান্থা প্রভু

মাস খানেক পরে নাগা চৈতন্যর সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সামান্থা প্রভু। হলিউডের অভিনেতা উইল স্মিথের লেখা ধার করে সামান্থা লিখেছেন, “বিগত ৩০ বছর ধরে আমরা সবাই ব্যর্থতা, বিচ্ছেদ, অপমান, মৃত্যুর মধ্যে দিয়ে গিয়েছি। আমি খুনের হুমকি পেয়েছি। আমার টাকা নষ্ট হয়েছে। আমার পরিবার ভেঙে গিয়েছে। আমার ব্যক্তিগত সব কিছু প্রকাশ্যে এসেছে। সব ভেঙেছে। আবার একটা একটা করে ইট গেঁথেছি। জীবনে যা-ই ঘটুক না কেন, তোমার সামনে আবার ইট থাকবে। বিষয়টা হল, তাকে তুমি আবার নতুন করে গাঁথবে কি না!”

এখানেই থামেননি সামান্থা। উইল স্মিথের বইয়ের ছবি দিয়ে লিখেছেন, ‘পরিশ্রম কর। ভুল থেকে শিক্ষা নাও। আত্মবিশ্লেষণ করে নিজেকে আবার কাজে নিয়োজিত কর। কখনও ভেঙে পোরো না। হাসি ঠাট্টায় থাক।’ বইয়ের মাধ্যমেই নিজের মনের ভাব প্রকাশ করেছেন সামান্থা।

Advertisement

২রা অক্টোবর নেটমাধ্যমের পোস্টে সোজাসাপ্টা বার্তা দিয়েছিলেন সামান্থা আর নাগা। ‘অনেক আলোচনা এবং চিন্তাভাবনার পরে আমি এবং স্যাম (সামান্থা) আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এক দশকেরও বেশি সময় ধরে আমরা বন্ধু। আমি বিশ্বাস করি, সেই বন্ধুত্বই আমাদের মধ্যে এক বিশেষ সম্পর্ককে বাঁচিয়ে রাখবে।’

সোশ্যাল মিডিয়ায় সকলের সমর্থন চেয়ে চৈতন্য লিখেছেন, ‘অনুরাগী, শুভাকাঙ্ক্ষী এবং সংবাদমাধ্যমের কাছে এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। চলার পথে এগিয়ে যাওয়ার জন্য যতটুকু ব্যক্তিগত জায়গা প্রয়োজন, তা যেন আমাদের দেওয়া হয়।’

Advertisement

কথা মতোই সামান্থা তাঁর কাজে মন দিয়েছেন। নেটমাধ্যমে আগামী ছবি ‘শকুন্তলম’-এর পোস্টার ভাগ করে নিয়েছেন ‘ও অন্তাভা’র অভিনেত্রী। ছবি পোস্ট করে সামান্থা লিখেছেন, ‘শকুন্তলম ছবির ফার্স্ট লুক। শকুন্তলমের শকুন্তলা।’ দক্ষিণের আর এক জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল সেই ছবি দেখে লিখেছেন, ‘স্বর্গীয়ও বটে।’ অ্যামি জ্যাকসন কমেন্টে লিখেছেন, ‘খুব সুন্দর। স্বপ্নের রাজকন্যা।’ বহু তারকার প্রশংসা আদায় করে নিয়েছেন সামান্থা প্রভু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement