Samantha Ruth Prabhu

‘সম্পর্ক বিষিয়ে গেলে...’ হঠাৎ কেন বললেন সামান্থা! বিবাহবিচ্ছেদের পর নতুন প্রেমে কি সুখী নন?

নাগকে ভুলে অবশেষে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সামান্থা, এমনটাই গুঞ্জন। এর মধ্যেই বিষিয়ে গেল সম্পর্ক!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৮:৫৭
Share:

অবশেষে মুখ খুললেন সামান্থা! ছবি: সংগৃহীত।

সম্পর্ক বিষিয়ে গেলে সেখান থেকে দূরত্ব বজায় রাখাই ভাল। ব্যক্তিগত জীবনে এই মন্ত্রেই বিশ্বাসী। তাই যেমন ভাবা তেমন কাজ। এমনিতেই অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও তাঁর প্রাক্তন স্বামী নাগ চৈতন্যের বিবাহবিচ্ছেদ নিয়ে বিস্তর চর্চা হয়েছে। ২০২১-এ নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় দক্ষিণী নায়িকার। তার পর পেরিয়ে গিয়েছে অনেকটা সময়। নাগকে ভুলে অবশেষে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সামান্থা, এমনটাই গুঞ্জন। এর মধ্যেই বিষিয়ে যাওয়া সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

সামান্থার এই সম্পর্ক তাঁর প্রাক্তন স্বামীর সঙ্গে ছিল না। এটা ছিল মোবাইল ফোনের সঙ্গে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন ফোন ছাড়া এক মুহূর্তে থাকতে পারতেন না। সারাক্ষণ হাতে ফোন নিয়ে থাকতেন। নিজেই জানিয়েছিলেন ফোনের প্রতি আসক্ত ছিলেন তিনি। যদিও সেই আসক্তি কাটিয়ে উঠেছেন। গত কয়েক বছরে নিজের জীবনচর্চায় বেশ কিছু পরিবর্তন এনেছেন অভিনেত্রী। তাঁর মধ্যে অন্যতম হল ফোনের থেকে দূরত্ব।

সপ্তাহে তিন দিন নাকি ফোন ছুঁয়ে দেখেন না। ফোনে যোগাযোগ রাখেন না কারও সঙ্গে। ওই তিন দিন নিজের মস্তিষ্ককে সময় দেন। নিজের মতো থাকেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement