Samantha Ruth Prabhu

‘জীবনে অনেক সহ্য করেছি’, প্রাক্তন স্বামী নাগার সংসার দেখে হিংসে হচ্ছে সামান্থার?

শোভিতার সঙ্গে বিয়ের পর তাঁদের সুখী গৃহকোণের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন নাগা। প্রাক্তন স্বামীর সুখ দেখে হিংসে হচ্ছে সামান্থার?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩০
Share:

নাগা-শোভিতার সুখের সংসার দেখে হিংসে হচ্ছে সামান্থার! ছবি: সংগৃহীত।

২০১৭ সালে সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিয়ে হয় নাগা চৈতন্যের। তবে সামান্থা-নাগার রূপকথার বিয়ে খুব বেশি দিন টেকেনি। নাগা অবশ্য এগিয়ে গিয়েছেন, খুঁজে নিয়েছেন নতুন সঙ্গিনী। অন্য দিকে, নিজের মনের দরজায় খিল দিয়েছেন সামান্থা, অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন। কাজ ও আত্মপ্রেমে ডুবে রয়েছেন তিনি। নাগা-শোভিতার বিয়ে হয়ে যাওয়ার আগে থেকেই সমাজমাধ্যম থেকে নাগার সঙ্গে তাঁর বিয়ের সমস্ত ছবি মুছে ফেলছেন সামান্থা। কিন্তু সবটা পারেননি। এ দিকে শোভিতার সঙ্গে বিয়ের পর তাঁদের সুখী গৃহকোণের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন নাগা। তবে প্রাক্তন স্বামীর সুখ দেখে হিংসে হচ্ছে সামান্থার?

Advertisement

অতীতে বিভিন্ন সাক্ষাৎকারে নাগার সামনেই সামান্থা বলেছেন, ‘‘তুমি জানো আমি তোমাকে বেশি ভালবাসি।’’ তবে গত তিন বছরে যেন পুরনো সামান্থার অনেকটাই বদল ঘটিয়ে ফেলেছেন অভিনেত্রী। মানসিক ভাবে আরও বেশি দৃঢ় হয়েছেন। তিনি নিজেই বিভিন্ন সময়ে জানিয়েছেন, এই বিচ্ছেদ তাঁর ইচ্ছেয় হয়নি। তাঁকে শুধুই গ্রহণ করতে হয়েছে। বিচ্ছেদের পর গুরুতর অসুস্থ হন। মায়োসাইটিস রোগে আক্রান্ত হন তিনি। এখনও চিকিৎসা চলছে। তবে আগের তুলনায় ভাল আছেন সামান্থা। তাই হিংসের কোনও জায়গা নেই তাঁর জীবনে। সামান্থার কথায়, ‘‘আমি আমার জীবনে অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছি। আমি এই হিংসে নামক অনুভূতিটা বুঝি না। আমি আমার মনকে এ সবের থেকে দূরে রেখেছি। জীবনে বাকি সব পরিস্থিতি উনিশ-বিশ হতে পারে। কিন্তু হিংসের জায়গা নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement