Samantha Ruth Prabhu

‘লড়তে হবে’, সমাজমাধ্যম জুড়ে নাগার বিয়ের ছবির পাল্টা ইঙ্গিত দিলেন সামান্থাও

নাগা-শোভিতার বিয়ের দিন সামান্থার হালহকিকতের খবর জানতে চেয়েছেন অনেকে। এ বার যেন নিজে থেকেই জানালেন কেমন আছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৮:১১
Share:

(বাঁ দিকে) নাগা চৈতন্য। সামান্থা রুথ প্রভু (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বুধবার বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। হায়দরাবাদে পারিবারিক স্টুডিয়োয় বিবাহবাসর। আগেই জানা গিয়েছিল, সাবেক রীতিতে হচ্ছে বিয়ের অনুষ্ঠান। সামান্থা রুথ প্রভুর সঙ্গে নাগার প্রথম বিয়েতেও ছিল ঐতিহ্যের ছোঁয়া। একটা সময় জুটি হিসাবে বহুলচর্চিত ছিলেন সামান্থা-নাগা। অভিনেতার নামে নিজের শরীরে উল্কি করিয়েছিলেন সামান্থা। তবে সেই বিয়ের মেয়াদ ছিল মোটে ৪ বছর। যদিও নাগা নিজেই জানিয়েছিলেন, সম্পর্কে থাকাকালীনই অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। নাগা-শোভিতার বিয়ের দিন সামান্থার হালহকিকতের খবর জানতে চেয়েছেন অনেকে। এ বার যেন নিজে থেকেই পাল্টা জবাব দিলেন অভিনেত্রী।

Advertisement

ইদানীং প্রায়শই নিজের লড়াই, ভেঙে পড়ে ফের ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন অভিনেত্রী। প্রাক্তন স্বামীর বিয়ের দিন সামান্থা তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি ভাগ করে নিয়েছেন। যেখানে তিনি একটি বাচ্চা মেয়ের এবং একটি বাচ্চা ছেলের লড়াইয়ের ছবি পোস্ট করেছেন। আর সঙ্গে লিখেছেন, ‘ফাইট লাইক গার্লস!’ সামান্থার কথায়, “অপমানিত হলে, লড়ে যাও!” বিবাহবিচ্ছেদের পর কর্মজীবনে যেমন সাফল্য পেয়েছেন, পাশাপাশি গুরুতর অসুস্থও হয়েছেন বেশ কয়েক বার। তবে সামান্থা যে থেমে থাকবেন না, নিজের কাছে নিজেই যেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement