সমীরের ফের তোপ শাহরুখ ও আরিয়ানকে। ছবি: সংগৃহীত।
ফের শাহরুখ খান ও আরিয়ান খানকে তোপ দাগলেন প্রাক্তন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে। শাহরুখের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ফের দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সমীরের দাবি, আরিয়ানের ওয়েব সিরিজ় ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ আসলে খুব হিসাব কষে তৈরি করা হয়েছে। মূলত তাঁর ভাবমূর্তি নষ্ট করতেই এমন ছবি তৈরি করা হয়েছে বলে দাবি সমীরের।
এর আগেও ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সমীর। এই সিরিজ় কেবল একটি ‘স্যাটায়ার’, রেড চিলিজ়-এর এই দাবি মানতে নারাজ প্রাক্তন এনসিবি আধিকারিক। ওয়েব সিরিজ় মুক্তির পরেও সমীর ওয়াংখেড়ে একটি মানহানির মামলা করেছিলেন। তাঁর দাবি ছিল, এখানে এক সরকারি আধিকারিকের চরিত্র অপমানজনক ভাবে তুলে ধরা হয়েছে। নেটাগরিকের দাবি ছিল, এই চরিত্রের সঙ্গে সমীরের মুখের মিল রয়েছে। এমনকি চরিত্রটিকে বার বার ‘সত্যমেব জয়তে’ বলতেও শোনা গিয়েছে। বাস্তবে সমীর ওয়াংখেড়েও কথায় কথায় ‘সত্যমেব জয়তে’ বলেন। তাই তাঁর দাবি ছিল, ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এ এই চরিত্রের মাধ্যমে তাঁকে নিয়ে ইচ্ছে করে ব্যঙ্গ করা হয়েছে। এই অভিযোগে ২ কোটির মামলা করেছিলেন তিনি।
তবে সিরিজ়ে সরাসরি সমীর ওয়াংখেড়ের নাম উল্লেখ করা হয়নি। অভিযোগ প্রমাণ করার জন্য তাই যথেষ্ট তথ্য মেলেনি। ফলে ওয়াংখেড়ের আবেদন খারিজ করে দেয় দিল্লি হাই কোর্ট। উল্লেখ্য, ২০২১ সালে মুম্বইয়ের এক ক্রুজ় পার্টি থেকে মাদকযোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরিয়ানকে। বেশ কিছু দিন সংশোধনাগারেও থাকতে হয়েছিল তাঁকে। শেষ পর্যন্ত আরিয়ানকে অব্যাহতি দেওয়া হয়েছিল।