Sanghasri Sinha

Sanghasri Mitra Sinha: ১০ বছরের ছোট ভাইকে যৌন নির্যাতন! অভিনয়ের পর থরথর করে কাঁপছিলাম: সঙ্ঘশ্রী

সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবিতে মানসিক বিকারগ্রস্ত মহিলার চরিত্রে অভিনয় করছেন তিনি। বয়সে ১০ বছরের ছোট তুতো ভাইকে যৌন নিগ্রহ করবে তাঁর চরিত্র।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ১১:১০
Share:

অন্য ধরনের চরিত্রে অভিনয় করতে পেরে খুশি সঙ্ঘশ্রী।

পর্দায় এ যাবৎ তিনি হাসিখুশি। বয়ে আনেন একরাশ ভাল লাগা। সঙ্ঘশ্রী সিংহ মিত্রকে সিংহভাগ দর্শক এ ভাবেই চেনেন। বড় পর্দায় এই প্রথম নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাঁকে। সৌজন্যে সানি রায়ের ছবি ‘বিষাক্ত মানুষ’। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবিটিতে মানসিক বিকারগ্রস্ত এক মহিলার চরিত্রে অভিনয় করছেন তিনি। বয়সে ১০ বছরের ছোট তুতো ভাইয়ের যৌন নিগ্রহ করে সেই চরিত্র।

সঙ্ঘশ্রীর কথায়, “এতটা নেতিবাচক চরিত্রে আগে কখনও অভিনয় করিনি। রবিবার শ্যুট করতে গিয়েছিলাম। প্রথম বারেই শট ওকে। কিন্তু দৃশ্যটা শেষ হওয়ার পর থরথর করে কাঁপছিলাম। কিছু বুঝে উঠতে পারছিলাম না।” লাগাতার ইতিবাচক চরিত্রে অভিনয় করেও এমন প্রস্তাব পেলেন কী করে? প্রশ্ন শুনে খানিক হাসলেন সঙ্ঘশ্রী। বললেন, “আমি নিজেও জানি না কেন আমাকে বেছে নেওয়া হয়েছে। সেটা সানিই ভাল বলতে পারবে। এই কাজের প্রস্তাব পেয়ে নিজেও অবাক হয়েছিলাম।”

Advertisement

পর্দায় একরাশ ভাল লাগা বয়ে আনেন সঙ্ঘশ্রী।

ছবিতে সঙ্ঘশ্রীর ভাইয়ের ভূমিকায় সৌরভ দাস। এক জন অসফল সাহিত্যিকের ভূমিকায় অভিনয় করবেন তিনি। সৌরভের চরিত্রকে ঘিরেই ছবির গল্প। বিপরীতে দেখা যাবে রূপসা মুখোপাধ্যায়কে। সৌরভের চরিত্রকে ঘিরেই ছবির গল্প। বিপরীতে দেখা যাবে রূপসা মুখোপাধ্যায়কে। এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনংসা বিশ্বাস, জিনা তরফদার, রানা বসু ঠাকুরের মতো অভিনেতারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন