এ বার কি গুঞ্জন সাক্সেনার বায়োপিকে জাহ্নবী?

জাহ্নবী কপূরের কাছে গিয়েছে সেই ছবি করার প্রস্তাব। যদিও কোনও তরফে খবর নিশ্চিত করা হয়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৮ ০০:১৩
Share:

জাহ্নবী

গত বছর থেকেই শোনা যাচ্ছিল, ফ্লাইট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনার বায়োপিক করতে চান কর্ণ জোহর। কিন্তু তার কাস্টিং চূড়ান্ত ছিল না। এখন শোনা যাচ্ছে, জাহ্নবী কপূরের কাছে গিয়েছে সেই ছবি করার প্রস্তাব। যদিও কোনও তরফে খবর নিশ্চিত করা হয়নি।

Advertisement

কর্ণ যে এ রকম একটি ছবির পরিকল্পনা করছেন, সেটা জানাজানি হওয়ার পর থেকে অনেকেই ধারণা করেন, আলিয়া ভট্টকে মাথায় রেখেই প্ল্যান সাজিয়েছে ধর্মা প্রোডাকশনস। কিন্তু কয়েক সপ্তাহ আগে জাহ্নবী নাকি দিন কয়েক কাটিয়েছেন গুঞ্জনের সঙ্গে, তাঁর আদব-কায়দা রপ্ত করতে। তার পর থেকেই জল্পনা বে়ড়েছে জাহ্নবীর তৃতীয় ছবি নিয়ে। ‘ধড়ক’ এবং ‘তখত’-এর পর এই বায়োপিক যদি সত্যিই জাহ্নবী করেন, সেটা তাঁর কেরিয়ারের পক্ষে ইতিবাচকই হবে।

১৯৯৯ সালে কার্গিল থেকে আটকে পড়া ভারতীয় সেনাদের উদ্ধার করেছিলেন গুঞ্জন। সঙ্গে ছিলেন সহকর্মী শ্রীবিদ্যা রাজন। এই ঘটনাকেই পর্দায় আনবেন কর্ণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement