Sanjay dutt on Shilpa Shetty

৫০-এ পা দিয়েও মসৃণ ত্বক, চিকন কোমর, শিল্পার সৌন্দর্যের সবই কি ওষুধের কামাল? জানালেন সঞ্জয় দত্ত

শিল্পা নাকি একাধিক অস্ত্রোপচার করে এমন টানটান চেহারার অধিকারী হয়েছেন। এ বার শিল্পার সৌন্দর্য নিয়ে মুখ খুললেন সঞ্জয় দত্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ২০:০৫
Share:

শিল্পার সৌন্দর্যের কোন গোপন কথা জানালেন সঞ্জয়? ছবি: সংগৃহীত।

বলিপাড়ার অন্যতম স্বাস্থ্য সচেতন অভিনেত্রী শিল্পা। দুই সন্তানের মা সদ্য ৫০-এ পা দিয়েছেন। এখনও যেন সেই কিশোরীটি। নায়িকার মেদহীন ছিপছিপে চেহারায় মুগ্ধ অনেকেই। এই বয়সে এমন চেহারা ধরে রাখা সহজ নয়। তবে শুধু নায়িকার ফিটনেসই যে প্রশংসা পায়, তা নয়। শিল্পার ত্বকের জেল্লাও চোখধাঁধানো। পঞ্চাশের ঘরে প্রবেশ করেও শিল্পার এমন রূপলাবণ্য যথেষ্ট ঈর্ষণীয়। চেহারার পাশাপাশি ত্বকের যত্ন নেন অভিনেত্রী। তাঁর চিকন কোমরের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।

Advertisement

যদিও গুঞ্জন শিল্পা নাকি একাধিক অস্ত্রোপচার করে এমন টানটান চেহারার অধিকারিণী হয়েছেন। এ বার শিল্পার সৌন্দর্য নিয়ে মুখ খুললেন সঞ্জয় দত্ত। বলিউডের নায়িকারা নাকি নিরন্তর মুখে ছুরি-কাঁচি চালান! যৌবন ধরে রাখতে কখনও বোটক্স, কখনও ফিলারের ব্যবহার করেন। সম্প্রতি অভিনেত্রী শেফালী জরীওয়ালার মৃত্যুর পর যেন নায়িকাদের যৌবন ধরে রাখার এই তাগিদের দিকটাই উন্মোচিত হয়েছে।

বলিউডের বহু নায়িকা সৌন্দর্য বাড়াতে বোটক্স-ফিলারের কথা স্বীকার করেছেন। কেউ কেউ আবার সবটাই গোপন রাখতে চেয়েছেন। যদিও গত কয়েক বছর ধরে যোগাসনের উপকারিতা সম্বন্ধে প্রচার করছেন শিল্পা শেট্টি। সম্প্রতি মুম্বইয়ে এক ‘কেডি- দ্য ডেভিল’ ছবির সাংবাদিক সম্মলেন হাজির হন অভিনেত্রী। সঙ্গে সহ-অভিনেতা সঞ্জয় দত্ত। সেখানে শিল্পার সৌন্দর্য নিয়ে প্রশ্ন উঠতেই সব জল্পনা বন্ধ করে সঞ্জয় বলেন, ‘‘আমরা ওষুধ পত্র না খেয়েই সুন্দর।’’ শিল্পার পঞ্চাশ হলেও সঞ্জয়ের বয়স ষাট ছাড়িয়েছে। এখন নায়কের চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement