Entertainment News

মায়ের জন্মদিনে সোশ্যাল ওয়ালে ছবি শেয়ার করলেন সঞ্জয়

হিন্দি সিনে জগতে নিজস্ব জায়গা ছিল নার্গিসের। বহু জনপ্রিয় ছবি সমৃদ্ধ হয়েছিল তাঁর অভিনয়ে। ১৯৮০তে প্যানক্রিয়াসে ক্যানসার ধরা পড়ে তাঁর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুন ২০১৯ ১৮:২৫
Share:

সঞ্জয়ের শেয়ার করা সেই ছবি— ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

ব্যক্তিগত জীবনে মা অর্থাত্ নার্গিসকে খুব বেশিদিন কাছে পাননি সঞ্জয় দত্ত। কিন্তু মায়ের প্রভাব রয়েছে তাঁর জীবনের প্রতিটি মুহূর্তে। ১জুন নার্গিসের জন্মদিন। মাকে মনে রেখেই সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার ছবি শেয়ার করলেন সঞ্জয়।

Advertisement

সঞ্জয়ের শেয়ার করা ছবিতে মায়ের সঙ্গে রয়েছেন তাঁর বোনও। পিঠে উঠে খেলছে সে। সালোয়ার কামিজ পরা নার্গিস পিছন থেকে ধরে রয়েছেন মেয়েকে। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘স্মৃতি কখনও ধূসর হয় না। শুভ জন্মদিন মা।’

হিন্দি সিনে জগতে নিজস্ব জায়গা ছিল নার্গিসের। বহু জনপ্রিয় ছবি সমৃদ্ধ হয়েছিল তাঁর অভিনয়ে। ১৯৮০তে প্যানক্রিয়াসে ক্যানসার ধরা পড়ে তাঁর। নিউ ইয়র্কে বেশ কিছুদিন চিকিত্সার পর মুম্বই ফিরে আসেন। ১৯৮১-র ৩মে প্রয়াত হন। ওই বছরই ৭মে মুক্তি পায় সঞ্জয়ের ডেবিউ ছবি ‘রকি’। তার প্রিমিয়ারে নার্গিসের স্মরণে একটি আসন খালি রাখা হয়েছিল।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, নুসরতের বিয়ে? পাত্র কে জানেন?

Memories never fade! Happy Birthday Mom ♥️

A post shared by Sanjay Dutt (@duttsanjay) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement