Advertisement
E-Paper

নুসরতের বিয়ে? পাত্র কে জানেন?

এক বস্ত্র ব্যবসায়ীর সঙ্গে নুসরতের প্রেম নিয়ে টলি পাড়ার গুঞ্জন বহু দিনের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০১৯ ১৫:৩০
নুসরত জাহান। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

নুসরত জাহান। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী নুসরত জাহান। অভিনেত্রী হিসেবে এতদিনের কেরিয়ারে এ বার এল নতুন বাঁক। নুসরত এখন নির্বাচিত সাংসদ। তবে শুধু কেরিয়ারেই নয়। শোনা যাচ্ছে ব্যক্তিগত জীবনেও নাকি বড় বদল আসতে চলেছে নায়িকার। আগামী জুন মাসেই নাকি বিয়ে করবেন নুসরত।

এক বস্ত্র ব্যবসায়ীর সঙ্গে নুসরতের প্রেম নিয়ে টলি পাড়ার গুঞ্জন বহু দিনের। তাঁর নাম নিখিল জৈন। যদিও এ সম্পর্কের কথা নুসরত প্রকাশ্যে কোনওদিনই কিছু শেয়ার করেননি। বরং বারবার সাংবাদিকদের জানিয়েছেন, বিয়ে করলে সকলকে জানিয়েই করবেন। নিখিলের শাড়ির ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ ছিলেন নুসরত। সেই কাজের সূত্রেই তাঁদের সম্পর্ক গাঢ় হয় বলে খবর।

টলি সূত্রে খবর, নিখিলের সঙ্গেই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন নুসরত। এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু এখনও পর্যন্ত তিনি কোনও উত্তর দেননি।

দেখুন, বিনোদনের নানা কুইজ


নুসরত এবং নিখিল। ছবি: নিখিলের ফেসবুক থেকে গৃহীত।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ইস্তানবুলে অনুষ্ঠান করে বিয়ে করবেন নুসরত-নিখিল। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়রা। এখন ডেস্টিনেশন ওয়েডিং অত্যন্ত ট্রেন্ডিং। সেই পথই নাকি বেছে নিতে চলেছেন নুসরতও। প্রাথমিক ভাবে সংসদের কাজ সামলেই নাকি বিয়ের জন্য কিছুদিন কাজ থেকে ছুটি নেবেন নুসরত।

আরও পড়ুন, ‘বাবাকে মুখ বন্ধ রাখতে বল, না হলে…’, অনুরাগের মেয়েকে ধর্ষণের হুমকি!

লোকসভা ভোটে বিপুল ব্যবধানে জয়ের পর আজমেঢ় শরিফ গিয়েছিলেন নুসরত। আপাতত তিনি দিল্লিতে। সংসদ ভবনের সামনে থেকে নিজের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে বিয়ের বিষয়ে এখনও মুখ খোলেননি তিনি।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

Nusrat Jahan Tollywood Celebrities নুসরত জাহান Celebrity Gossip celebrity wedding celebrity marriage
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy