Sanjay Dutt

‘সঞ্জু’ নিয়ে অসন্তুষ্ট বোন প্রিয়া, সঞ্জয়ের উপর অযথা আলো, প্রকৃত ঘটনার অভাব রয়েছে বলে দাবি

এ বার ‘সঞ্জু’ নিয়ে আপত্তি জানিয়েছেন সঞ্জয়ের বোন প্রিয়া দত্ত। ছবিটিকে দাদার ‘জীবনীচিত্র’ বলে মানতে নারাজ তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৯:৫০
Share:

‘সঞ্জু’ ছবি দেখে কেন অখুশি প্রিয়া দত্ত। ছবি: সংগৃহীত।

বক্স অফিসের হিসেব বলছে বলিউডে ব্লকবাস্টারের তকমা পেয়েছে রাজকুমার হিরানির ‘সঞ্জু’। অন্য দিকে, সঞ্জয় দত্তের বায়োপিক নিয়ে সমালোচনাও কম হয়নি মুক্তির পর। এ বার ‘সঞ্জু’ নিয়ে আপত্তি জানালেন সঞ্জয়ের বোন প্রিয়া দত্ত। ছবিটিকে দাদার ‘জীবনীচিত্র’ বলে মানতে নারাজ তিনি। বরং আর পাঁচটা সিনেমা যেমন হয় তেমনই, মত প্রিয়ার। ‘সঞ্জু’ ছবিতে বাবা সুনীল দত্ত ও মা নার্গিসের চরিত্রায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন মেয়ে প্রিয়া।

Advertisement

‘সঞ্জু’তে সঞ্জয়ের ভূমিকায় রণবীর কপূরের অভিনয়ের প্রশংসা হয়েছে সব মহলে। কিন্তু প্রশ্ন উঠেছে ছবিটি তৈরি নিয়ে। সঞ্জয়ের বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক, ড্রাগ নেওয়া, ১৯৯৩-এ মুম্বই বিস্ফোরণ জড়িত থাকার অভিযোগে জেলে যাওয়া-সহ বিভিন্ন ঘটনা দেখানো হয়েছে এ কথা ঠিক। কিন্তু সব জায়গাতেই যেন সঞ্জয়কে মহিমান্বিত করার চেষ্টা করা হয়েছে। সঞ্জয়ের জীবনের কিছু দিকই তুলে ধরা হয়েছে। তাঁর সঙ্গে তাঁর বাবা-মায়ের সম্পর্ক কেমন ছিল ইত্যাদি বিষয়ে তেমন গুরুত্ব দেওয়া হয়নি বলেই মত প্রিয়ার।

তাঁর কথায়, ‘‘সঞ্জয় ও বাবা মায়ের মধ্যে যে ভালোবাসা ছিল, সেটি সঠিক ভাবে তুলে ধরা হয়নি । চিত্রনাট্যে সঞ্জয়ের এক বন্ধুর ওপর শুধু জোর দেওয়া হয়েছে কিন্তু বাড়ির অন্যান্য সদস্যের জীবন নিয়ে তেমন কিছুই করা হয়নি। আমার মনে হয়, ছবিতে অনেক কিছুর উপর কাজ করা যেত। অনেক কিছু দেখানো যেত। একজন বাবা এবং ছেলের সম্পর্ক নিয়ে অনেক কিছু দেখানো যেত, যা দেখানো হয়নি। তবে রণবীরের অভিনয় দুর্দান্ত । গোটা ছবিতে সঞ্জয়ের উপরেই শুধু আলো ফেলা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement