preity zinta

Preity Zinta: প্রীতি জিন্টার সঙ্গে কথা বলেও চিনতে পারলেন না! প্রকাশ্যে ক্ষমা চাইলেন প্রবীণ অভিনেতা

দুবাইগামী একটি বিমানে প্রীতির সঙ্গে দেখা হয় সঞ্জয়ের। প্রবীণ অভিনেতার মেয়ে প্রীতির সঙ্গে তাঁর আলাপও করিয়ে দেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২১ ১১:৫৪
Share:

প্রীতিকে চিনতে পারলেন না অভিনেতা।

বিমানে দেখা হল। আলাপ হল। বেশ কিছু ক্ষণ কথাও হল। কিন্তু তার পরেও প্রীতি জিন্টাকে চিনতে পারলেন না প্রবীণ অভিনেতা সঞ্জয় খান।

দুবাইগামী একটি বিমানে প্রীতির সঙ্গে দেখা হয় সঞ্জয়ের। প্রবীণ অভিনেতার মেয়ে তাঁর সঙ্গে প্রীতির আলাপও করিয়ে দেন। কিন্তু বলিউড নায়িকাকে চিনতে না পারায় টুইটারে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন তিনি। লেখেন, ‘প্রিয় প্রীতি, একজন ভদ্র লোক হিসেবে আমার আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ দুবাইয়ের বিমানে যখন আমার মেয়ে সিমন আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আমি আপনাকে চিনতে পারিনি।’ এর পরেই তাঁকে চিনতে না পারার কারণ আরও পরিষ্কার করে লেখেন, ‘এক বার যদি আপনার জিন্টা পদবীটা বলা হত, তা হলেই আমার মনে পড়ে যেত। কারণ আপনার প্রচুর ছবি আমি দেখেছি।’

Advertisement

সঞ্জয় ক্ষমা চাইলেও এখনও প্রীতির দিক থেকে কোনও উত্তর আসেনি। দিন কয়েক আগেই শিরোনামে এসেছিলেন ‘কল হো না হো’-র নয়না। সারোগেসির মাধ্যমে দুই সন্তানের মা হয়েছেন তিনি। আবার শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি অভিনয়েও ফিরবেন। সব মিলিয়ে প্রীতির ব্যস্ততা তুঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement