Bollywood News

রণবীর-সঞ্জয়ের বচসার জেরেই কি শুটিং পিছোল ছবির? নতুন বছরে কোন সত্যি এল প্রকাশ্যে?

সঞ্জয় লীলা ভন্সালীর ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবির ভবিষ্যৎ নাকি বিশ বাঁও জলে। নেপথ্যে নাকি রয়েছে রণবীর কপূরের সঙ্গে পরিচালকের মতানৈক্য। সত্যিই কি ঘটল এমন ঘটনা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৩:১৯
Share:

সঞ্জয়-রণবীর বচসার জেরেই কি যত সমস্যার সূত্রপাত? ছবি: সংগৃহীত।

বেশ কিছু দিন ধরে বলিপাড়ার অন্দরে গুঞ্জন, সঞ্জয় লীলা ভন্সালীর ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবির ভবিষ্যৎ নাকি অনিশ্চিত। নেপথ্যে নাকি রয়েছে রণবীর কপূরের সঙ্গে পরিচালকের মতানৈক্য। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, সবটাই রটনা। শোনা যাচ্ছে, জানুয়ারির মাঝ সপ্তাহ থেকে আবার ছবির শুটিং শুরু করবেন পরিচালক।

Advertisement

কেন রটেছিল এমনটা? মাঝে বেশ কিছু দিন বন্ধ ছিল এই ছবির শুটিং। ফলে দর্শকের একাংশ ধরে নিয়েছিল, নিশ্চয়ই কোনও মতের অমিল হয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস শুরু হয়েছিল, হয়তো রণবীরের সঙ্গে কোনও বিষয় নিয়ে বচসায় জড়িয়েছেন পরিচালক। কিন্তু রণবীর, আলিয়া ভট্ট এবং ভিকি কৌশলের অনুরাগীদের জন্য সুখবর। এমন কিছুই ঘটেনি।

সম্প্রতি, ছবির ঘনিষ্ঠসূত্র থেকে পাওয়া খবর, বর্ষশেষে উদ্‌যাপনে ব্যস্ত ছিলেন তারকারা। ছুটি কাটিয়ে দেশে ফিরলেই শুটিং শুরু হবে আবার। প্রথমে ২০২৫-এর বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। মুক্তির সময় পিছিয়ে যেতেই মনে করা হয়, হয়তো তিন তারকার মধ্যে কেউ বেঁকে বসেছেন। তবে টিমের অন্দরের খবর, তিন জন নায়ক-নায়িকাকেই দেখা যাবে ছবিতে। শেষ মুহূর্তে কেউ বেরিয়ে আসেননি। খালি শুটিংয়ের সময় পিছিয়ে গিয়েছে। সবাই দেশে ফিরলেই শেষ পর্যায়ের শুটিং হবে। সম্ভবত চলতি বছরের অগস্টে মুক্তি পেতে পারে রণবীর, আলিয়া, ভিকি অভিনীত ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement