প্রতি পদক্ষেপে অভিষেকের উপস্থিতি বুঝতে পারেন স্ত্রী সংযুক্তা এবং মেয়ে সাইনা। ছবি: সংগৃহীত।
বহু বছর ধরে ধুমধাম করে দুর্গাপুজো আর কালীপুজো করেন সংযুক্তা চট্টোপাধ্যায়। তিন বছর হল নেই অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর অবর্তমানে কোনও কিছু বন্ধ করেননি স্ত্রী। অভিষেকের শুরু করা রীতি মেনে এই বছরও শ্যামাকালীর পুজো করছেন সংযুক্তা। প্রতি মুহূর্তে স্বামীর উপস্থিতি উপলব্ধিও করতে পারছেন, দাবি তাঁর।
সকাল থেকে চট্টোপাধ্যায় বাড়িতে তোড়জোড়। শারীরিক ভাবে অভিনেতা উপস্থিত না থাকলেও প্রতি মুহূর্তে সংযুক্তা বুঝতে পারেন, অভিষেক যেন তাঁর পাশেই আছেন। এই বছরও এক ‘অলৌকিক’ ঘটনা ঘটেছে সংযুক্তার সঙ্গে। সেই ঘটনাই বললেন তিনি। যেমন ১০৮টা জবাফুলের মালা, আর যা যা দিয়ে অভিষেক মায়ের পুজো করতেন, সংযুক্তাও তাই করেন।
তিনি বলেন, “দুর্গাপুজোর সময়ও অদ্ভুত কাণ্ড হয়েছে। কালীপুজোর সময়ও একই ঘটনা ঘটল। অভি যে যে ফুল দিয়ে মায়ের পুজো করত, আমিও সেই ফুলের অর্ডারই দিয়েছিলাম। তার পর দেখি কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেই সব ফুলই দিয়ে গিয়েছে যা যা মায়ের পুজোয় লাগবে। ভেবেই কাঁটা দিচ্ছে গায়ে।”
মা দুর্গা এবং মা কালী তাঁর স্বপ্নে পাওয়া। এই দাবি করে সংযুক্তা জানিয়েছেন, ইদানীং দক্ষিণাকালী স্বপ্নে দেখছেন। পরের বছর হয়তো দক্ষিণাকালীর পুজো করবেন। সংযুক্তা আরও যোগ করেন, “অভি নিরামিষ পাঁঠার মাংস মাকে ভোগে দিত। আমিও তাই করব। আদা দিয়ে পাঁঠার মাংস রান্না করব মায়ের জন্য। ডল (সাইনা চট্টোপাধ্যায়) আজ তাড়াতাড়ি শুটিং থেকে ফিরবে।” শুটিংয়ের চাপের মাঝেও মাকে পুজোয় সাহায্য করেছে ছোটপর্দার নতুন নায়িকা। বিকেল থেকে অতিথিরা আসা শুরু করবেন। ভাল করে যাতে পুজোটা হয়, আপাতত একটাই প্রার্থনা সংযুক্তার।