Saina Chatterjee

বাবাকে ছাড়া তিন বছর, দুর্গাপুজোয় অভিষেকের স্মৃতিতে ডুব মেয়ে সাইনার, কোন ছবি ভাগ করে নিল খুদে নায়িকা?

একটি ভিডিয়ো নিজের সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছে অভিষেক-সংযুক্তার একমাত্র মেয়ে সাইনা। দেখা যাচ্ছে, ছোট্ট সাইনাকে কোলে করে নিয়ে যাচ্ছেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১৪:০১
Share:

(বাঁ দিকে) অভিষেক চট্টোপাধ্যায়, সাইনা চট্টোপাধ্যায়(ডান দিকে)। ছবি: সংগৃহীত।

তিন বছর হল অভিষেক চট্টোপাধ্যায় নেই। কিন্তু বন্ধ হয়নি তাঁর বাড়ির দুর্গাপুজো। তাঁর প্রত্যেকটা জিনিস একই ভাবে ধরে রাখার চেষ্টা করেছেন স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। এখন সংযুক্তার সারা ক্ষণের সঙ্গী মেয়ে সাইনা চট্টোপাধ্যায়। সংযুক্তা বার বার বলেন, না থেকেও অভিষেকের উপস্থিতি সর্বদা উপলব্ধি করেন তাঁরা। এমনই এক পুজোর স্মৃতি ভাগ করে নিল সাইনা।

Advertisement

একটি ভিডিয়ো নিজের সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছে অভিষেক-সংযুক্তার একমাত্র মেয়ে সাইনা। দেখা যাচ্ছে, ছোট্ট সাইনাকে কোলে করে নিয়ে যাচ্ছেন অভিনেতা। সেই ভিডিয়ো ভাগ করে সাইনা লিখেছে, “আমার প্রিয় ভিডিয়ো। বাবা আমায় কুমারীপুজোয় নিয়ে যাচ্ছে।” তিন বছর তিনি নেই। অভিনেতার স্মৃতি আগলে প্রতিটা দিন যাপন করছেন সংযুক্তা এবং সাইনা।

অভিষেকের মৃত্যুর পর প্রথম বছর পুজোয় কেরলে ঘুরতে চলে গিয়েছিলেন তাঁরা। সেই বছর পুজো করেননি। কিন্তু তার পর থেকে আবার নিয়ম মেনে দুর্গাপুজো শুরু করেছেন সংযুক্তা। অভিষেককে ছাড়া প্রথম পুজো করতে বেশ ভয় পেয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছিলেন। সংযুক্তা বলেছিলেন, “সত্যি, কেউ হয়তো বিশ্বাস করতে পারবেন না। ভীষণ ভাল পুজো হয়েছে। অভি (অভিষেক) যখন ছিল, তখন কোনও দায়িত্বই আমার কাঁধে থাকত না। কোনও সিদ্ধান্ত আমি নিতাম না। এ বার কিছুটা ভয়ই করছিল। কারণ সব সিদ্ধান্ত, নিয়ম-কানুন আমায়ই তো করতে হবে। কিন্তু জানতাম অভি রয়েছে আমার সঙ্গে। তাই এত সুন্দর ভাবে পুজোর চারটে দিন কেটেছে। মায়ের এমন রূপ আগে কখনও দেখিনি। আমার ডল মা-ও (সাইনা) খুব আনন্দ করেছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement