Sara Ali Khan

একসঙ্গে তিন-চারটে সম্পর্ক, প্রাক্তনদের সঙ্গে বন্ধুত্ব কি আধুনিকতা? নানা মত সারা ও নীনার

কিছু দিন আগেই মুক্তি পেয়েছে ‘মেট্রো ইন দিনো’। বিভিন্ন রকমের সম্পর্ক তুলে ধরা হয়েছে এই ছবিতে। সারার সঙ্গে এক আলোচনাসভায় ছিলেন ছবির অন্য অভিনেতারাও— পঙ্কজ ত্রিপাঠী, আদিত্য রয় কপূর, অনুপম খের, নীনা গুপ্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৫
Share:

সম্পর্ক নিয়ে সারা আলি খান ও নীনা গুপ্তের মত কী? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রাক্তন প্রেমিকদের সঙ্গে বন্ধুত্ব রাখতে কোনও সমস্যা নেই। সম্প্রতি একটি আলোচনাসভায় জানিয়েছেন সারা আলি খান। অভিনেত্রী কি খোলামেলা প্রতিশ্রুতিহীন সম্পর্কেও বিশ্বাস করেন? সম্পর্কের এমন নানা সমীকরণ নিয়ে আলোচনা করলেন সারা ও নীনা গুপ্তেরা।

Advertisement

কিছু দিন আগেই মুক্তি পেয়েছে ‘মেট্রো ইন দিনো’। বিভিন্ন রকমের সম্পর্কের গল্প বোনা হয়েছে এই ছবিতে। সারার সঙ্গে এই আলোচনাসভায় ছিলেন ছবির অন্য অভিনেতারাও— পঙ্কজ ত্রিপাঠী, আদিত্য রয় কপূর, অনুপম খের, নীনা গুপ্ত। প্রতিশ্রুতিহীন সম্পর্কের কথা শুনেই পঙ্কজ বলেন, “সম্পর্ক আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী ভাবে খুলে রাখা যায়? আমরা কি ব্যাঙ্কের ওটিপি অন্য কাউকে দিয়ে দিই?” পঙ্কজের রসিকতায় হেসে ওঠেন সকলে। পাশাপাশি, এই মন্তব্যের অন্তর্নিহিত বক্তব্য নিয়ে কেউ ভিন্নমত পোষণ করেননি।

পঙ্কজের মতামতে স্পষ্ট, তিনি একটি মাত্র প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কেই বিশ্বাসী। অনেকে মনে করেন, একসঙ্গে তিন-চারটে সম্পর্কে থাকা আধুনিকতার প্রমাণ। এই প্রসঙ্গে নীনা জানান, খোলামেলা প্রতিশ্রুতিহীন সম্পর্ক সমর্থন করলেই কেউ আধুনিক হয়ে যান না। আদিত্য রয় কপূর এই সব শুনে বলেন, “নিজের কাছে সৎ থেকো।”

Advertisement

এর পরেই উঠে আসে প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব রাখার প্রসঙ্গ। তখন সারার সঙ্গে সুর মিলিয়ে ফাতিমা সনা শেখ ও কঙ্কনা সেনশর্মা বলেন, “না হওয়ার কী আছে! হতেই পারে প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব।” সঙ্গে সঙ্গী নীনার আপত্তি, “এত তো লোক আছে, তাদের বন্ধু বানাও না। প্রাক্তনকেই বন্ধু বানানোর দরকার কী?” কঙ্কনা বলেন, “এই সব বিষয়ে ঠিক বা ভুল বলে কিছু হয় না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement