Shehnaaz Gill

সিদ্ধার্থের মৃত্যুদিন ভুলে গেলেন শেহনাজ়! ‘বিখ্যাত হয়ে কি অতীত মনে নেই?’ কটাক্ষে বিদ্ধ অভিনেত্রী

চার বছর আগে ২ সেপ্টেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ছোটপর্দার অভিনেতা সিদ্ধার্থ শুক্লের। ‘বিগ বস্‌ ১৩’ থেকে সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শেহনাজ়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৮
Share:

সিদ্ধার্থকে ভুলে গিয়েছেন শেহনাজ়? ছবি: সংগৃহীত।

সিদ্ধার্থ শুক্লের মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন শেহনাজ় গিল। চার বছর পরে কি ভোল বদলে গিয়েছে অভিনেত্রীর, প্রশ্ন নেটাগরিকের। তাঁদের প্রশ্ন, ‘শেহনাজ় কি সিদ্ধার্থের মৃত্যুদিনটাও ভুলে গেলেন?’

Advertisement

২০২১-এর ২ সেপ্টেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ছোটপর্দার অভিনেতা সিদ্ধার্থের। ‘বিগ বস্‌ ১৩’ থেকে সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শেহনাজ়। সেই রিয়্যালিটি শো-তে সিদ্ধার্থ ও শেহনাজ়ের রসায়ন পছন্দ হয়েছিল দর্শকের। ‘বিগ বস্‌’-এর আগে থেকেই জনপ্রিয় সিদ্ধার্থ। অন্য দিকে, শেহনাজ় পরিচিতি পান ‘বিগ বস্‌’ থেকেই। নেটাগরিকের দাবি, সিদ্ধার্থের জন্যই জনপ্রিয়তা পেয়েছিলেন শেহনাজ়। তাই সিদ্ধার্থের মৃত্যুদিনে অভিনেত্রী তথা পঞ্জাবি গায়িকার নীরবতায় অবাক নেটাগরিক।

সিদ্ধার্থের মৃত্যুর পরে কাঁদতে কাঁদতে মাটিতে আছড়ে পড়েন শেহনাজ়। তার পরে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সিদ্ধার্থের কথা বলতে গিয়ে বার বার চোখ ভিজেছে তাঁর। কিন্তু কালের নিয়মে আবার স্বাভাবিক জীবনে ফিরেছেন শেহনাজ়। পর পর বেশ কিছু কাজ করেছেন। সম্প্রতি হনি সিংহের সঙ্গে একটি মিউজ়িক ভিডিয়োর কাজ করেছেন তিনি। কিন্তু তা বলে সিদ্ধার্থকে এক বারও স্মরণ করবেন না? প্রশ্ন তুলছেন সিদ্ধার্থের অনুরাগীরা।

Advertisement

এক নিন্দক শেহনাজ়কে উদ্দেশ করে লিখেছেন, “সিদ্ধার্থের মৃত্যুকে ব্যবহার করে আপনি খ্যাতি অর্জন করলেন। আর এর মধ্যেই ওঁকে ভুলে গেলেন! লজ্জা হওয়া উচিত।” তবে শেহনাজ়ের অনুরাগীরা তাঁর পাশে রয়েছেন। তাঁদের মতে, “এই খারাপ দিনটা মনে রাখতে চান না শেহনাজ়।” আর এক অনুরাগী লিখেছেন, “দয়া করে শেহনাজ়ের উপর এই ভাবে দোষ চাপানো বন্ধ করুন। সিদ্ধার্থের জন্মদিনে উনি পোস্ট করেছিলেন। তখন সিদ্ধার্থের বাড়ির লোকজন ওকে খোঁচা দিয়েছিলেন।” আর এক জন লিখেছেন, “সমাজমাধ্যমেই সব কিছু প্রকাশ করে দেখাতে হবে এমন কোনও নিয়ম নেই। সময়ের সঙ্গে সঙ্গে সকলকেই এগিয়ে যেতে হয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement