বাবার বারণে?

এ পর্যন্ত হয়তো সকলেরই জানা। কিন্তু কেন সারা চরিত্রটি করেননি, সেটা অনেকে‌রই হয়তো জানা নেই। একটি নির্দিষ্ট দৃশ্যই এর কারণ।

Advertisement

দীক্ষা দত্ত

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৯ ০০:০১
Share:

সারা।

এই মুহূর্তে লন্ডনে ‘জওয়ানি জানেমন’-এর শুটিং করছেন সেফ আলি খান। ছবির প্রযোজনাতেও রয়েছেন সেফ। সঙ্গে অবশ্য জ্যাকি ভাগনানি এবং জয় শেওয়াক্রমণিও রয়েছেন। এই ছবিতেই বাবার সঙ্গে পর্দায় আসার কথা ছিল সারা আলি খানের। কিন্তু চরিত্রটি শেষ পর্যন্ত সারা করেননি। তাঁর জায়গায় চরিত্রটি করছেন পূজা বেদীর মেয়ে আলিয়া ফার্নিচারওয়ালা। অন্য একটি চরিত্রে অভিনয় করছেন তব্বু।

Advertisement

এ পর্যন্ত হয়তো সকলেরই জানা। কিন্তু কেন সারা চরিত্রটি করেননি, সেটা অনেকে‌রই হয়তো জানা নেই। একটি নির্দিষ্ট দৃশ্যই এর কারণ। ছবিতে সেফের চরিত্রটি পঞ্চাশ ছুঁইছুঁই এক ব্যাচেলরের। পার্টি-ফুর্তি এ সবেই যার জীবন কাটে। ঘটনাক্রমে আলিয়ার চরিত্রটির সঙ্গে দেখা হয় সেফের। প্রথমে অভিনেতা জানতে পারেন না যে, এই মেয়েটিই তাঁর সন্তান। স্বভাববশত ফ্লার্ট করে বসেন তার সঙ্গে। বিষয়টি আরও অস্বস্তিকর হয়ে ওঠার মুহূর্তে, আলিয়ার চরিত্রটি প্রকাশ করে যে, সে সেফের মেয়ে!

ছবিতে পুরোটাই রয়েছে কমিকের মোড়কে। কিন্তু মেয়ের সঙ্গে এ রকম দৃশ্য করতে খুবই দ্বিধাবোধ করেন সেফ। তাই সারাকে বারণ করেন চরিত্রটি করতে। ছবির অন্য প্রযোজকরাও সেফের যুক্তি মেনে নেন।

Advertisement

তব্বুর চরিত্রটিও প্রথমে করার কথা ছিল মাধুরী দীক্ষিতের। কিন্তু চরিত্রের পরিসর বেশ ছোটখাটো বলে অভিনেত্রী সম্মত হননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement