শতরূপার ‘মধুর’ অভিজ্ঞতা

বঙ্গতনয়া শতরূপা পাইন তাঁর ‘মধুর’-অভিজ্ঞতায় উত্তেজিত। কলকাতার মেয়ে শতরূপা এই মুহূর্তে ব্যস্ত মধুর ভান্ডারকরের ‘ক্যালেন্ডার গার্ল’-এর শ্যুটিংয়ে। সম্প্রতি শেষ হয়েছে এই ছবির মরিশাস পর্বের শ্যুটিং। এখানে একটা গানের দৃশ্যের জন্য শতরূপাকে জঙ্গলে সত্যিকারের বাঘের সঙ্গে শ্যুটিং করতে হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ০০:০০
Share:

বঙ্গতনয়া শতরূপা পাইন তাঁর ‘মধুর’-অভিজ্ঞতায় উত্তেজিত। কলকাতার মেয়ে শতরূপা এই মুহূর্তে ব্যস্ত মধুর ভান্ডারকরের ‘ক্যালেন্ডার গার্ল’-এর শ্যুটিংয়ে। সম্প্রতি শেষ হয়েছে এই ছবির মরিশাস পর্বের শ্যুটিং। এখানে একটা গানের দৃশ্যের জন্য শতরূপাকে জঙ্গলে সত্যিকারের বাঘের সঙ্গে শ্যুটিং করতে হয়েছে। মডেলিং জগতের গল্প ঘিরে তৈরি হচ্ছে মধুরের আগামী ছবি ‘ক্যালেন্ডার গার্ল’। এ ছবিতে পরমা ঘোষ নামের এক বং-বিউটির ভূমিকায় রয়েছেন শতরূপা। কাজের সুবাদে মুম্বইয়ে থাকতে হয় তাঁকে। মধুরের অন্যান্য ছবির মতোই এই ছবিতেও মেয়েদের একটা বিরাট জায়গা রয়েছে।

Advertisement

ছবির অন্যতম চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে শতরূপা নিজেকে ভাগ্যবতী মনে করেন। তাঁর হাঁটা-চলা, কথা বলার কায়দা খুঁটিয়ে লক্ষ করে মধুর বলেছিলেন, “তুমি যেমন, ঠিক তেমনই থাকো, অন্য কেউ হতে যেও না।” পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রীর মতে— এতটা স্পেস কেউ দেবেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement