Khorkuto

Khorkuto: অনুরাগীদের পুজো উপহার, ‘পুচু সোনা’ আনার পরিকল্পনায় ব্যস্ত সৌজন্য-গুনগুন!

এক অনুরাগী বলেই ফেলেছেন, ‘আমিও এ বার এ রকমই এক সৌজন্য-র প্রয়োজন অনুভব করছি!’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২১ ১৮:৪৯
Share:

পুজোর আগে পুচু সোনার পরিকল্পনা ‘সৌগুন’-এর

নাঃ, আর ঝগড়াঝাঁটি, রাগ নেই! এখন শুধুই ভাব সৌজন্য-গুনগুনের মধ্যে।

Advertisement

‘পুচু সোনা’ আনা পরিকল্পনাও করছে তারা। এ ভাবেই অনুরাগী-দর্শকদের পুজো উপহার দিল স্টার জলসার ধারাবাহিক ‘খড়কুটো’। বাবা চিকিৎসক কৌশিক বসুর প্যাঁচে কুপোকাৎ তাঁর একমাত্র মেয়ে গুনগুন। সারাক্ষণ দু’জনকে নজরে রেখেছেন। দূরে সরিয়ে দিয়েছেন মেয়ে-জামাইকে। তাদের মধ্যে আকর্ষণ বাড়িয়ে দিয়েছেন তিনি। এ দিকে, তাঁর অলক্ষ্যে সৌজন্য-গুনগুন সন্তান আনার কথাও ভাবতে শুরু করে দিয়েছে!

সৌজন্যর দাদা ঋজু, বৌদি মিষ্টির সন্তান নিয়েই যত বিবাদ। তাদের সন্তানকে নিজের সন্তানের মতোই সারাক্ষণ আগলে রাখত গুনগুন। ইচ্ছে হলেও সন্তানকে কাছে পেত না নতুন মা মিষ্টি। যৌথ পরিবারে এই নিয়েই তুলকালাম। বাড়ির সবাই সে সময়ে মিষ্টিকেই সমর্থন জানিয়েছিল। অভিমানে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল গুনগুন। সৌজন্যকেও সে পাশে পায়নি।

Advertisement

সম্বন্ধ করে তৈরি হওয়া এই সম্পর্কে শুরু থেকেই নানা গোলযোগ। সৌজন্য-গুনগুন বারবার একে অন্যের দিকে অভিযোগের আঙুল তুলেছে। এবং যত বারই সাময়িক বিচ্ছেদ হয়েছে তত বার উপলব্ধি করেছে, তারা একে অন্যকে ছাড়া অসম্পূর্ণ। সেই উপলব্ধি থেকেই এ বার ‘পুচু সোনা’কে আনতে তৈরি তারা! এতে সংসারেও আর অশান্তি দেখা দেবে না। অন্য দিকে, গুনগুনের বাবা কৌশিকবাবুও মেয়ের শ্বশুরবাড়িতে ফাঁস করেছেন তাঁর অমানবিক আচরণের কারণ। তিনিও সবার মতোই মেয়েকে সুখে সংসার করতে দেখতে চান। তাই এ ভাবে কড়া হতে বাধ্য হয়েছেন। যাতে আগামী দিনে আবারও অশান্তির আগে মেয়ে-জামাই যেন ভয় পায়।

টানা বিচ্ছেদের পর মিলন আসন্ন বুঝে খুশি ধারাবাহিকের অনুরাগীরাও। ‘সৌগুন’-এর পুচু সোনার পরিকল্পনা শুনে আনন্দ ছড়িয়েছে অনুরাগীদের মনেও। এক অনুরাগী তো বলেই ফেলেছেন, ‘আমিও এ বার এ রকমই এক সৌজন্য-র প্রয়োজন অনুভব করছি!’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement