Entertainment News

১৭ বছর বয়স ‘কমিয়ে’ পরের ফিল্মে চমকে দেবেন এই অভিনেত্রী

বিশ্বাস হচ্ছে না তো, কিন্তু এটাই সত্যি। তবে এই ছবিটা দেখে বোঝার উপায় নেই। কারণ বাস্তবে নয়, বরং ফিল্মি পর্দায় সায়নী গুপ্তার বয়স ১৪ বছর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ১৭:০৯
Share:

বিশ্বাস হচ্ছে না তো, কিন্তু এটাই সত্যি। তবে এই ছবিটা দেখে বোঝার উপায় নেই। কারণ বাস্তবে নয়, বরং ফিল্মি পর্দায় সায়নী গুপ্তার বয়স ১৪ বছর।

Advertisement

সূত্রের খবর, ‘জগ্গা জসুস’-এ একটি ১৪ বছরের মেয়ের চরিত্রে সায়নীকে কাস্ট করেছেন পরিচালক অনুরাগ বসু। তাঁর কথায়, ‘‘এটা আমার কেরিয়ারের সবচেয়ে ভাল কাস্টিং। আমাকে যে ১৪ বছরের একটা মেয়ের চরিত্রে কল্পনা করেছেন, এ জন্যই অনুরাগ দাদাকে অনেক ভালবাসা। এখনও ছবির লুকটা রিলিজ হয়নি। কিন্তু যাঁরা আমাকে চেনেন, ওই লুকটা দেখার পর বিশ্বাস করতে পারবেন না যে ওই টিনএজার মেয়েটা আমিই।’’

আরও পড়ুন, গোপনে রুক্মিণীর ভিডিও তুললেন রাজ!

Advertisement

সায়নী শেয়ার করেছেন, চুল একেবারে ছোট করে কাটিয়ে অডিশন দিতে গিয়েছিলেন তিনি। অনুরাগ নাকি তাঁকে দেখে বেশ আশ্চর্য হয়েছিলেন। কারণ, সাধারণত অভিনেতারা সিলেক্টেড হওয়ার আগে এ ধরনের সিদ্ধান্ত নেন না। কিন্তু প্রথম দিন শুটিংয়ে সায়নীর হেয়ারকাট পছন্দ হয়নি অনুরাগের। পরে রণবীর কপূরের সাহায্য নিয়ে অনুরাগকে তিনি বোঝান, ওই চরিত্রের জন্য এমন হেয়ারকাটই মানানসই।

আরও পড়ুন, অস্কার মঞ্চে সকলের মন জয় করল সানি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement