Entertainment News

ষষ্ঠীতে সায়ন্তনীর কী প্ল্যান? দেখুন ভিডিয়ো

সায়ন্তনী পুজো পরিক্রমায় ব্যস্ত ছিলেন। বেশ কিছু পুজোর বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। এ দিন বিজয়ী পুজো কর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ১১:০০
Share:

সায়ন্তনী গুহঠাকুরতা। ছবি: অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে গৃহীত।

শুভ ষষ্ঠী। ঘুম ভাঙা সকালে আনন্দবাজার ডিজিটালের পাঠকদের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। কিন্তু তাঁর পুজোর কী প্ল্যান?

Advertisement

সায়ন্তনী পুজো পরিক্রমায় ব্যস্ত ছিলেন। বেশ কিছু পুজোর বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। এ দিন বিজয়ী পুজো কর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা। সে কাজেই ষষ্ঠীর সকালে ব্যস্ত থাকবেন অভিনেত্রী।

অভিনেত্রী বললেন, ‘‘পুজো পরিক্রমা ছিল আমার। বেশ ব্যস্ততা ছিল। তাই আজ সন্ধের পর একটু রিল্যাক্স করব। তার পর বন্ধুদের সঙ্গে দেখা করব। বাইরে কোথাও ডিনার করব। বাড়িতে বসে থাকার কোনও মানে হয় না। বেরতে হবেই...।’’

Advertisement

আরও পড়ুন, দ্বিতীয়বার প্রসেনজিতের স্ত্রী হয়ে কেমন লাগল? অপরাজিতা বললেন...

চলতি পুজোয় সায়ন্তনীর দু’টো ছবি রিলিজ করেছে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘এক যে ছিল রাজা’য় যিশু সেনগুপ্তের দিদির চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ‘হইচই আনলিমিটেড’-এ শাশ্বত চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন। ফলে প্যান্ডেলে ঘোরার পাশাপাশি বক্স অফিসের দিকেও নজর থাকবে সায়ন্তনীর।

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement