নগ্নদৃশ্যে অস্বস্তি আর্নল্ডের

নগ্নদৃশ্যে অভিনয় কোনও নতুন ঘটনা নয়। তবে অভিনেতা বা অভিনেত্রী মাত্রেই যে এতে স্বচ্ছন্দ হবেন এমন কোনও মানে নেই। সম্প্রতি এই তালিকায় নাম লেখালেন আর্নল্ড শোয়ারজেনিগার। ৬৭ বছর বয়সী এই অ্যাকশন-সুপারস্টার তাঁর আসন্ন ছবি ‘টার্মিনেটর জেনিসিস’-এর একটি দৃশ্যে নগ্ন হয়ে অভিনয় করলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০০:০০
Share:

নগ্নদৃশ্যে অভিনয় কোনও নতুন ঘটনা নয়। তবে অভিনেতা বা অভিনেত্রী মাত্রেই যে এতে স্বচ্ছন্দ হবেন এমন কোনও মানে নেই। সম্প্রতি এই তালিকায় নাম লেখালেন আর্নল্ড শোয়ারজেনিগার। ৬৭ বছর বয়সী এই অ্যাকশন-সুপারস্টার তাঁর আসন্ন ছবি ‘টার্মিনেটর জেনিসিস’-এর একটি দৃশ্যে নগ্ন হয়ে অভিনয় করলেন। শ্যুটিংয়ের পর তিনি জানিয়েছেন, “ব্যাপারটা বেশ অস্বস্তিকর।” যদিও তাঁর দাবি, ‘ঝুঁকিপূর্ণ’ এই দৃশ্যে তিনি ভাল ভাবেই উতরে গিয়েছেন। অস্বস্তিকর হলেও ব্যাপারটার মধ্যে মজা আছে বলেই মনে করেন আর্নল্ড। চিত্রনাট্যের দাবি মেনে এ ধরনের দৃশ্যে অনেক সময় অভিনয় করতে হয়। কখনও কখনও এড়িয়ে যাওয়া যায়, কখনও যায় না। “আর এড়িয়ে যাওয়ার আছেটাই বা কী? লুকোনোর তো কিছুই নেই!”— জানিয়েছেন প্রাক্তন মিস্টার ইউনিভার্স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement