পনেরো বছর পর ফিরছে নতুন বান্টি-বাবলি

প্রথম ছবি ‘গাল্লি বয়’-এ বাজিমাত করেছিলেন সিদ্ধান্ত। ইতিমধ্যেই দীপিকা পাড়ুকোনের বিপরীতেও একটি ছবিতে ভাবা হয়েছে তাঁকে।

Advertisement
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ০০:০১
Share:

শর্বরী-সিদ্ধান্ত

রানি মুখোপাধ্যায় ও অভিষেক বচ্চন অভিনীত ‘বান্টি অওর বাবলি’ এসেছিল ২০০৫ সালে। ছবিটি সফলও হয়েছিল। সিকুয়েলের জল্পনা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। দশ বছরের লিপ নিয়ে ফিরছে বান্টি আর বাবলি। তবে পাল্টেছে চরিত্রদের মুখ। সিদ্ধান্ত চতুর্বেদী ও নবাগতা শর্বরীকে দেখা যাবে ছবিতে।

Advertisement

প্রথম ছবি ‘গাল্লি বয়’-এ বাজিমাত করেছিলেন সিদ্ধান্ত। ইতিমধ্যেই দীপিকা পাড়ুকোনের বিপরীতেও একটি ছবিতে ভাবা হয়েছে তাঁকে। অন্য দিকে, যশ রাজ ফিল্মসের আবিষ্কার শর্বরী। গত বছর থেকেই তাঁর গ্রুমিং চলছে। শোনা গিয়েছে, তিনি অভিনেতা সানি কৌশলের প্রেমিকা। থিয়েটারের অভিজ্ঞতাও রয়েছে।

ছবিটি পরিচালনা করবেন নবাগত বরুণ শর্মা। এর আগে ‘সুলতান’ এবং‌ ‘টাইগার জ়িন্দা হ্যায়’-এ সহকারী পরিচালকের কাজ করেছিলেন বরুণ। ছবির গল্পও লিখেছেন তিনি। তাঁর কথায়, ‘‘এদের দু’জনেরই এনার্জি দেখার মতো। আর নতুন জুটি নিয়ে দর্শকের আগ্রহ থাকবেই।’’ ছবির গল্প সমসময়ে। তাই বান্টি আর বাবলি চুরি করার নতুন কী কী উপায় বার করে, সে দিকেই চোখ থাকবে দর্শকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement