শাহিদ-আলিয়ার ‘গুলাবো’র সুরে ভাসছে বলিউড

বড় পর্দায় তাঁরা প্রথম বার জুটি বেঁধেছেন। দর্শকরা তাঁদের পছন্দ করবেন কি না তা নিয়ে বেশ টেনশনে শাহিদ কপূর এবং আলিয়া ভট্ট। ২২ অক্টোবর মুক্তি পাবে তাঁদের ছবি ‘শানদার’। তার আগে মুক্তি পেল ছবির প্রথম গান ‘গুলাবো’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪১
Share:

বড় পর্দায় তাঁরা প্রথম বার জুটি বেঁধেছেন। দর্শকরা তাঁদের পছন্দ করবেন কি না তা নিয়ে বেশ টেনশনে শাহিদ কপূর এবং আলিয়া ভট্ট। ২২ অক্টোবর মুক্তি পাবে তাঁদের ছবি ‘শানদার’। তার আগে মুক্তি পেল ছবির প্রথম গান ‘গুলাবো’। বিভিন্ন সোশ্যাল সাইটের সৌজন্যে যা ইতিমধ্যেই দর্শকদের বিপুল প্রশংসা কুড়িয়েছে। এই গানে পারফর্ম করেছেন শাহিদের বোন সানহা কপূরও। বলিউডে এই ছবির মাধ্যমেই ডেব্যু করলেন তিনি। অনভিতা দত্তের কথায়, বিশাল দাদলানি এবং অনুশা মানির গানের জাদুতে মুগ্ধ বলিউড।

Advertisement

প্রথম গানেই বিশেষ ভাবে নজর কেড়েছেন আলিয়া ভট্ট। নাচের তালে টেক্কা দিয়েছেন নায়ককে। পরিচালক বিকাশ বহেল খুব ভেবেচিন্তেই কাস্ট করেছেন শাহিদ-আলিয়া জুটিকে। তবে নিন্দুকেরা বলছেন, ছবির প্রযোজক যখন কর্ণ জোহর, তখন নায়িকা হিসাবে আলিয়া তো থাকবেনই। কেরিয়ারের শুরু থেকেই কর্ণর প্রোডাকশনে অভিনয়ের সুযোগ পেয়েছেন মহেশ-কন্যা। এই নিয়ে কর্ণর সঙ্গে চার নম্বর ছবিতে কাজ করলেন নায়িকা। আপাতত শাহিদ-আলিয়ার ‘গুলাবো’-র সুরে ভাসছে বলিউড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement