Rape Cases

নাতনিকে ধর্ষণ দাদুর, শ্যালকের পত্নীকে যৌন হেনস্থা জামাইবাবুর! বসিরহাটে দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন দাদু। অন্য দিকে, স্বরূপনগর থানা এলাকায় শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন জামাইবাবু।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১৫:১৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী দাদু। অন্য দিকে, শ্যালকের স্ত্রীকে ধর্ষণ করে পুলিশের হাতে পাকড়াও হলেন জামাইবাবু। উত্তর ২৪ পরগনায় দুই থানায় ধৃত দুই অভিযুক্তকে শুক্রবার হাজির করানো হচ্ছে আদালতে।

Advertisement

প্রথম ঘটনাটি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের। অভিযোগ, ১ জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪ বছরের এক নাবালিকা বাড়িতে একাই ছিল। বাবা-মা বাড়িতে ছিলেন না। ওই সুযোগে প্রতিবেশী প্রৌঢ় নাবালিকার বাড়িতে যান। ‘নির্যাতিতা’র পরিবারের অভিযোগ, ‘কথা আছে’ বলে দরজা খুলতে বলেছিলেন অভিযুক্ত। নাবালিকা দরজা খোলে। সে বলে বাবা-মা বাড়িতে নেই। অপেক্ষা করতে। অভিযোগ, তখনই ঘরে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করেন অভিযুক্ত।

বাড়ি ফিরে মেয়ের কাছে সব শুনে থানায় অভিযোগ দায়ের করেন বাবা-মা। বৃহস্পতিবার রাতেই হিঙ্গলগঞ্জ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। শুক্রবার নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ধৃতকে হাজির করানো হয়েছে বসিরহাট মহকুমা আদালতে। পুলিশ সূত্রে খবর, নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হবে।

Advertisement

দ্বিতীয় ঘটনাটি স্বরূপনগর থানা এলাকার। সেখানে শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন জামাইবাবু। অভিযুক্তের বাড়ি মালদহে। শ্বশরবাড়িতে এসে শ্যালকের স্ত্রীকে তিনি ‘উত্ত্যক্ত’ করেছিলেন বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে আত্মীয়াকে তিনি ধর্ষণ করেন বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে রাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাঁকেও হাজির করানো হচ্ছে বসিরহাট মহকুমা আদালতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement