Entertainment News

শাহরুখের সঙ্গে দেখা হল সচিনের, তার পর…

সম্প্রতি মুকেশ এবং নীতা অম্বানীর ছেলে আকাশ অম্বানীর প্রি-এনগেজমেন্ট পার্টিতে দেখা হয়েছিল সচিন এবং শাহরুখের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৮ ১৩:৩৩
Share:

সচিনের শেয়ার করা সেই ছবি।— ইনস্টাগ্রামের সৌজন্যে।

এক জন ক্রিকেটের ঈশ্বর। অন্য জন বলিউডের বাদশা। দু’জনেই বেতাজ। আর সেই দু’জনেই এ বার পাশাপাশি। দেখা হল দু’জনের।

Advertisement

ঠিক এই ঘটনাই ঘটেছে সম্প্রতি। সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা হল শাহরুখ খানের। তার পর?

সেই মুহূর্তকে ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বয়ং সচিন। শাহরুখের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। একই রকম টুপি পরে সেলফি তুলেছেন তারকারা। সচিন ক্যাপশনে লিখেছেন, ‘যব এসআরকে মিট এসআরটি।’

Advertisement

আরও পড়ুন, রুক্মিণীর জন্মদিনে অদ্ভুত বার্তা দিলেন দেব!

সম্প্রতি মুকেশ এবং নীতা অম্বানীর ছেলে আকাশ অম্বানীর প্রিএনগেজমেন্ট পার্টিতে দেখা হয়েছিল সচিন এবং শাহরুখের। রাজনীতি স্পোর্টস ফিল্ম বিজনেস বিভিন্ন দুনিয়া থেকে প্রথম সারির তারকারা উপস্থিত ছিলেন সে দিনের অনুষ্ঠানে। একসঙ্গে পারফর্ম করেছেন বলি তারকাদের একটা বড় অংশও। সেখানেই এই সেলফি তুলেছিলেন সচিন। দুই তারকার অনুরাগীদের কাছে সোশ্যাল মিডিয়ায় এই ছবি পছন্দের তালিকার শীর্ষে। 😋

😋

সম্প্রতি মুকেশ এবং নীতা অম্বানীর ছেলে আকাশ অম্বানীর প্রিএনগেজমেন্ট পার্টিতে দেখা হয়েছিল সচিন এবং শাহরুখের। রাজনীতি স্পোর্টস ফিল্ম বিজনেস বিভিন্ন দুনিয়া থেকে প্রথম সারির তারকারা উপস্থিত ছিলেন সে দিনের অনুষ্ঠানে। একসঙ্গে পারফর্ম করেছেন বলি তারকাদের একটা বড় অংশও। সেখানেই এই সেলফি তুলেছিলেন সচিন। দুই তারকার অনুরাগীদের কাছে সোশ্যাল মিডিয়ায় এই ছবি পছন্দের তালিকার শীর্ষে। 😋

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement